







নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জন করার জন্য প্রতিনিয়ত সাধারণ মানুষ কিন্তু নানান রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠকবন্ধুদের সাথে তাই একটা দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যেটা খুব সামান্য পুঁজিতে আপনারা শুরু করতে পারবেন।। সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে সেই ব্যবসাটাই কিন্তু সব থেকে বেশি গ্রহণযোগ্য যেটা একদম সামান্য বিনিয়োগে শুরু করা যাবে আর বাজারেও চাহিদা হবে প্রচুর।। চলুন এবার এই ব্যবসাটি সম্পর্কে জানতে প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক। ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি কুরকুরে তৈরির ব্যবসার কথা যেটা খুবই অল্প পুজিতে আপনারা শুরু করে ফেলতে পারবেন।। এই কুরকুরে তৈরীর ব্যবসা শুরু করার জন্য আপনাদের একটি ২৮ হাজার টাকা দামের মেশিন কিনতে হবে।




বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতেই আপনারা এই মেশিনটা খুব সহজে চালাতে পারবেন এবং বাড়ির কোন কোনা থেকেই ব্যবসা আপনারা প্রাথমিক অবস্থায় শুরু করতে পারবেন। যেহেতু এই মেশিন চালাতে কোনরকম ঝামেলার প্রয়োজন নেই তাই নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এটা কিনে ব্যবসার কাজ শুরু করতে পারেন।। কুরকুরে তৈরি করার উপকরণ এবং কিভাবে মেশিনের সাহায্য টা তৈরি করা হবে তা জানতে হলে আপনারা কিন্তু আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি এক ঝলক ভালোভাবে দেখে নিতে পারেন।।
কুরকুরে তৈরি করার পর এবার এটাকে আপনাদের প্যাকেজিং এর ব্যবস্থা করতে হবে। প্যাকেজিং করার জন্য আপনারা বাজার থেকেও প্যাকেট কিনতে পারেন আবার চাইলে নিজেরাও কিন্তু ফ্যাক্টরিতে এই কাজ করে নিতে পারেন।বাচ্চা থেকে বড় সবাই যেহেতু পছন্দ করে তাই বাজারে এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড খুবই বেশি। মুখরোচক খাবার হিসেবে যেহেতু এই কুকুরের কোন বিকল্প হয় না তাই আপনারা নিশ্চিন্তে কাজ শুরু করুন। এবার সময় নষ্ট না করে চলে আসা যাক মেশিনের কথায়।




যদি আপনাদের এই ব্যবসার আইডিয়াটি ভালো লেগে থাকে এবং আপনারা কুরকুরে তৈরি করার মেশিন কিনতে চান সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে আর ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।।
Karmakar machinery
Bandel , Hooghly,West Bengal
Pin – 712104
Contact : 8478988572,9163068842.











