







নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি দারুন ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন? কোনরকম ভাবেই কি আপনি ভালো পথের সন্ধান পাচ্ছেন না? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্যই। আজকের এই বিশেষ প্রতিবেদনে একটা দারুণ ব্যবসার আইডিয়া আমরা শেয়ার করব যেখানে মাস গেলে প্রায় ভালো অংকের টাকায় কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন। এই ব্যবসা শুরু করতে গেলে কি কি করতে হবে এবং কিভাবে করতে হবে সমস্ত কিছু জানতে হলে নজর রাখতে থাকুন প্রতিবেদনের পরবর্তী অংশে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব রবার ব্যান্ডের ব্যবসার কথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কোন দোকান বাজার থেকে শুরু করে আমাদের গৃহস্থালীতে এই রবার ব্যান্ড বা গার্ডার ঠিক কতটা প্রয়োজনীয় একটি সামগ্রী তা কম বেশি আপনারা সকলেই জানেন। সুতরাং এটি নিয়ে যদি আপনারা ব্যবসার কাজ শুরু করেন তাহলে কখনোই কোনো রকম ভাবে আপনাকে চিন্তা করতে হবে না। শুধুমাত্র একটি মেশিন এবং প্রয়োজনীয় কাঁচামাল কিনেই এই রবার তৈরির ব্যবসা আপনারা শুরু করে দিতে পারবেন। এই রবার ব্যান্ড তৈরি করার জন্য আপনাদের যে মেশিনটির প্রয়োজন হবে সেটির দাম পড়বে মোটামুটি ৬০,০০০—১ লক্ষ টাকা।




মেশিন কেনার পরে রবার ব্যান্ড তৈরি করে আপনারা খুব সহজেই এগুলো কিন্তু মার্কেটিং করতে পারবেন অর্থাৎ বাজারজাত করতে পারবেন।। যেকোনো দোকান বাজার থেকে শুরু করে বড় বড় ফ্যাক্টরি অথবা নিজস্ব দোকান থেকেও আপনারা কিন্তু এগুলো বিক্রি করে ইনকাম করতে পারেন।। সব থেকে বড় ব্যাপার হচ্ছে রবার ব্যান্ড তৈরি করার কোন রকমের ঝামেলা নেই। মোটামুটি ৫০০-১হাজার স্কয়ার ফিট জায়গার মধ্যে মেশিন বসিয়ে বাড়ির ইলেক্ট্রিসিটিতে কিন্তু আপনারা এটা চালিয়ে উপার্জন করতে পারবেন। তবে হ্যাঁ, মোটর এর চাহিদা অনুযায়ী কিন্তু কমার্শিয়াল লাইনও প্রয়োজন হতে পারে। এই ব্যবসা শুরু করতে চাইলে যারা মেশিন কিনতে আগ্রহী রয়েছেন সময় নষ্ট না করে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিন।
Global industries
Address :26/3 Ram kumar ganguly lane,shalimar,howrah
Near – Bataitala bus stop
Contact : 9319007757/9319007765











