







নিজস্ব প্রতিবেদন: নিজেদের একটি স্বাধীন ব্যবসা শুরু করার আকাঙ্ক্ষা সকল মানুষের মনের মধ্যেই রয়েছে। তবে পরিস্থিতির চাপে সর্বদা কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। অনেক ক্ষেত্রেই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় মূলধন। একটা সময় মানুষ অর্থ উপার্জনের জন্য পুরোপুরি চাকরির উপর এই নির্ভরশীল ছিল। কিন্তু বিগত কিছু সময়ে দেশের পরিস্থিতি দেখে সেই সমস্ত মানুষরাই কিন্তু ঝুকেছেন ব্যবসার দিকে। তবে সঠিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে না পারলে সমস্ত চেষ্টাই বৃথা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি এলইডি লাইটের ব্যবসার কথা। বর্তমান সময়ে এই লাইটের চাহিদা কতখানি রয়েছে তা কম বেশি আপনারা সকলেই জানেন।
এই ব্যবসা কিভাবে শুরু করবেন?
যদি প্রথমেই আপনাদের ব্যবসা সম্পর্কে একটি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা এই ব্যবসাটিতে সফলতা লাভ করতে পারবেন।এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের একটি ভালো জায়গার প্রয়োজন। যদি আপনার কাছে আগে থেকেই দোকান থাকে তাহলে তো আর চিন্তাই করতে হবে না। তবে যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা ভালোভাবে সমস্ত দিক যাচাই করেই কিন্তু দোকানের অবস্থান নির্ণয় করবেন।।




ব্যবসা শুরু করার প্রথম দিকে এলইডি বিক্রি করার জন্য আপনি কোন হোলসেলার অথবা সাপ্লায়ার থেকে এলইডি লাইট নিতে পারেন। তবে যদি আপনি সাপ্লায়ার হিসেবেই কাজ করতে চান সেক্ষেত্রে কম করে দুই থেকে তিন লাখ টাকা আপনার ইনভেস্ট করতে হবে।তার সাথে সাথে আপনাকে গোডাউন অথবা কোন বড় স্টোর রাখতে হবে যেখানে আপনি অধিক পরিমাণে এলইডি স্টোর করে রাখতে পারেন।
তবে আমরা বলব প্রথমদিকে শুধুমাত্র অল্প মূলধন নিয়েই ব্যবসা শুরু করা ভালো হবে।। মোটামুটি চার হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ব্যবসা শুরু করতে পারবেন। ব্যবসা দাঁড়িয়ে যাওয়ার পর আপনারা ইনভেসমেন্টের অংক ধীরে ধীরে বাড়াতে পারেন। একবার ব্যবসা দাঁড়িয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে আর কোন চিন্তা করতে হবে না। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী এই ব্যবসা একবার দাঁড়িয়ে গেলে আপনারা প্রতি মাসে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।।




ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মেশিন এবং তা খরিদ করার ঠিকানা:
এই ব্যবসা করার জন্য আপনাদের নানান ধরনের মেশিন প্রয়োজন হতে পারে। তবে আমরা এলইডি লাইট তৈরি করার জন্য যে মেশিনটির কথা বলব সেটি কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য বিশেষভাবে কাজে আসতে চলেছে। লাইট তৈরির জন্য এই মেশিন এবং অন্যান্য কাঁচামাল আপনারা কিন্তু 4000 টাকার মধ্যেই খরিদ করে নিতে পারবেন।
আপনি যদি ভারতে বসবাস করেন তাহলে ইন্ডিয়ামার্ট, অথবা অ্যামাজন , ফ্লিপকার্ট থেকে মেশিন কিনতে পারবেন।বাংলাদেশে থাকলে আপনি ঢাকা বাবুবাজারে মেশিন বিক্রেতা পেয়ে যাবেন। ফোন নাম্বার 018 928 13245 / 01879 976968 এই যোগাযোগ নাম্বারে আপনি ফোন করলে মেশিনসহ কাঁচামাল সমস্তটাই আপনি কিনতে পারবেন।











