নামমাত্র পুঁজিতে এই ব্যবসা শুরু করুন, কম সময়ের মধ্যেই লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: জীবন এবং জীবিকা নির্বাহ করার জন্য সাধারণ মানুষের কাছে যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো চাকরি আর ব্যবসা। চাকরির ক্ষেত্রে প্রত্যেক মাসে একটা ফিক্সড ইনকাম থাকে যা মানুষকে ব্যাপক সাহায্য করে থাকে‌। কিন্তু বর্তমান সময়ে দেশের প্রত্যেকটা বাজারে চাকরির অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে সাধারণ মানুষের কাছে কিন্তু ব্যবসা ছাড়া আর দ্বিতীয় কোন বিকল্প নেই উপার্জনের জন্য।

আপনাদের মধ্যে অনেকেই হয়তো ব্যবসা শুরু করার কথা ভাবছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করছেন। দেখুন ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীল ইনকাম বলে কিছু হয় না। ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা যত ভালো ব্যবসা করতে পারবেন ততটাই বেশি কিন্তু আপনাদের ইনকাম হবে। আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটা ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব যার বর্তমান সময় রয়েছে ব্যাপক চাহিদা। এই ব্যবসাটি হল নোটবুক বা খাতা তৈরির ব্যবসা।

নোটবুক বা খাতা তৈরীর ব্যবসা কিভাবে শুরু করবেন?

এই ব্যবসাটি শুরু করার জন্য পাঠক বন্ধুদের প্রথমেই একটা ঘরের ব্যবস্থা করে নিতে হবে মেশিন বসানোর জন্য। তারপর একটা সম্পূর্ণ মেশিনের সেটআপ যেখানে তিনটি মেশিন রয়েছে সেটাকে কেনার ব্যবস্থা করতে হবে।। এই নোটবুক মেশিন সেটআপের মধ্যে রয়েছে কাটিং মেশিন, স্টিচিং মেশিন এবং ডাকপেস্ট মেশিন। কাটিং মেশিনের সাহায্যে মূলত খাতাগুলোকে কেটে বসানো হয়ে থাকে।

অন্যদিকে স্টিচিং মেশিনের মাধ্যমে খাতায় পিন বসানো থেকে শুরু করে খাতা সেলাইয়ের ব্যবস্থা করা হয়। ডাকপেস্ট মেশিনের সাহায্যে খাতাগুলোকে একটা খুব সুন্দর ভাবে স্কয়ার শেপ দেওয়া হয়ে থাকে যাতে এগুলো আর কোনো রকম ভাবে ফুলে থাকে না এবং দেখতেও ভালো লাগে।।

আজ আমরা শুধুমাত্র ব্যবসার আইডিয়া নয় আপনাদেরকে এমন একটা প্রতিষ্ঠানের খোঁজ দেব যেখান থেকে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম দামে আপনারা এই নোটবুক তৈরির মেশিনের সেটআপ পেয়ে যাবেন।। এখানে মাত্র ২ লক্ষ টাকা থেকে এই তিনটে বেসিনের সেট আপ দেওয়া হচ্ছে। যদি আপনারা প্রোডাকশন ক্যাপাসিটি এবং অন্যান্য বেশ কিছু সুযোগ-সুবিধা অনুযায়ী মেশিন নিতে চান তাহলে আরো সামান্য কিছু বেশি আপনাকে খরচ করতে হবে।

নোটবুক তৈরি করার পরে আপনারা চাইলে নিজেদের দোকান থেকেও এগুলোকে বিক্রি করতে পারেন আবার যদি মনে হয় মার্কেটে সাপ্লাই করবেন তাহলেও কিন্তু করতে পারেন।। সেক্ষেত্রে আগেভাগেই সমস্ত দোকানদারদের সঙ্গে আপনাকে একটা চুক্তি করে নিতে হবে। যদি একটা ব্র্যান্ড তৈরি করে আপনারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে, যা যে কোন সাইবার ক্যাফে থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু এই মেশিন চলবে তাই আপনাকে আলাদা করে কোন কমার্শিয়াল লাইন নিতে হবে না এবং মেশিনের সাথে আপনারা কিন্তু বেশ ভালোভাবেই ওয়ারেন্টি এবং গ্যারান্টি পেয়ে যাচ্ছেন।

আপনারা যারা এই ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন এবং মেশিন কিনতে চান তারা একদম সময় নষ্ট করবেন না। দ্রুত নিচের দেওয়া নম্বরে কথা বলে অথবা ঠিকানায় যোগাযোগ করে বাকি কথা সেরে ফেলুন এবং মেশিন কিনে নিন।

Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500

Leave a Comment