







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল এমন একটি প্ল্যাটফর্ম যেটার সাহায্যে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কিন্তু নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে এগিয়ে যাওয়া যেতে পারে। তবে তার জন্য আপনাকে অবশ্যই এমন একটি ব্যবসা শুরু করতে হবে যেই ব্যবসায় লাভের পরিমাণ অনেকটা বেশি আর বিনিয়োগ কম। আপনারা হয়তো আজ পর্যন্ত অনেক ধরনের ব্যবসা শুরু করার কথাই ভেবেছেন, তবে আমাদের আজকের এই আইডিয়াটি নিঃসন্দেহে সবার উপরে। আজকে আমরা যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বর্তমান সময়ে দাঁড়িয়ে এর থেকে বেশি লাভজনক আর কিছু হতে পারে না।




পাঠক বন্ধুদের সঙ্গে আজ আমরা আলোচনা করতে চলেছি ডিটারজেন্ট পাউডারের ব্যবসার কথা। নামমাত্র পুজি খরচ করে তিনটে মেশিনের সেটআপ কিনে আপনারা এই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা শুরু করতে পারবেন। এর জন্য আপনাদের যে তিনটি মেশিনের প্রয়োজন হবে সেগুলি হল মিক্সার মেশিন, ক্র্রিনিং মেশিন এবং প্যাকিং মেশিন। মিক্সার মেশিনের সাহায্যে আপনাকে প্রথমেই ডিটারজেন্ট তৈরির কাঁচামালগুলোকে মিক্স করে নিতে হবে। তারপর স্কিনিং মেশিন এবং সবশেষে প্যাকেজিং এর সাহায্যে আপনাকে কিন্তু এগুলোকে তৈরি করতে হবে। আমাদের দৈনন্দিন বাজারে এই ডিটারজেন্ট পাউডার চাহিদা ঠিক কতখানি রয়েছে তা কম বেশি আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই কিন্তু এই জিনিসটির প্রয়োজনীয়তা রয়েছে বলা যায়।।




সুতরাং এই ব্যবসায় আপনার লাভ হবে অত্যন্ত বেশি। কিভাবে আপনি ডিটারজেন্ট পাউডারের ব্যবসা চালিয়ে যাবেন সেটা জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে। এবার চলুন জেনে নেওয়া যাক কোথা থেকে মেশিন কিনবেন সেই সম্পর্কে। মেশিন কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নিচের দেওয়া ঠিকানায়।
Factory Name : Creative industries.
Opp market complex.
Hyderpara market, Siliguri
Contact number: 9709000609/9002771995











