







নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি দারুণ ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে ভুল করেও আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি মিস করবেন না! কারণ আজ আমরা এমন একটি ব্যবসার কথা বলব যা আগামী বছরগুলোতে আপনাদের জীবনে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। নামমাত্র পুঁজিতে যদি আপনি সঠিক পথ অনুসরণ করে এই ব্যবসা করতে পারেন তাহলে আর উপার্জন নিয়ে চিন্তা করতে হবে না। প্রতিবছর এই ব্যবসা থেকে প্রায় ৬০ লাখ টাকার কাছাকাছি উপার্জন করতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রথমেই এই ব্যবসা শুরু করার প্রক্রিয়া জেনে নিতে হবে।
আজ আমরা বলব বায়ো-ডিগ্রেডেবল ব্যাগের ব্যবসার কথা। বিগত বেশ কিছু সময় ধরেই দেশের বাজারে প্লাস্টিক সামগ্রী সম্পূর্ণরূপে ব্যান হয়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের বিকল্প হিসেবে কিছু এমন জিনিস প্রয়োজন যা পরিবেশ দূষণ করবে না, আবার বহুলভাবে গ্রহণযোগ্য হবে। এটাই হল বায়োডিগ্রেডেবল ব্যাগ,যা কর্ন স্টার্চ অথবা পটাটো স্টার্চ থেকে তৈরি করা হয়ে থাকে।




তাই এটা পরিবেশের কোন অংশে থাকলেও সহজে মাটির সঙ্গে মিশে যাবে এবং কোন গবাদি পশুর পেটে গেলেও কোনো রকমের ক্ষতি হবে না। বাজারে কিন্তু ইতিমধ্যেই এই ব্যাগের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। তবে এই ব্যবসায় এখনো কিন্তু প্রতিদ্বন্দিতা শুরু হয়নি।। তাই আপনাদের মধ্যে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন একেবারে চোখ বন্ধ করে এই ব্যবসার কাজে হাত লাগাতে পারেন, কারণ এই ব্যবসা ভবিষ্যতে আপনাদের পাথেয় হতে চলেছে।
এই ব্যবসা দুটি পদ্ধতিতে শুরু করা যেতে পারে এক, অটোমেটিক মেশিন বসিয়ে এবং দ্বিতীয় হল প্ল্যান্ট বসিয়ে। যদি আপনি অটোমেটিক বা সেমি অটোমেটিক মেশিন বসান সে ক্ষেত্রে কিন্তু রোল কিনে আপনাকে ব্যাগ তৈরির কাজ শুরু করতে হবে।। তবে প্ল্যান্ট বসিয়ে কাজ করলে কিন্তু আপনারা সরাসরি দানা থেকেই ব্যাগ তৈরি করতে পারবেন। সেমি অটোমেটিক মেশিনের সেটআপে সিলিং, কাটিং এবং পাঞ্চিং মেশিনের সেটআপ থাকবে।




যদি আপনার কাছে কোন জায়গার অসুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি plant বসিয়েও নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন। সেমি অটোমেটিক মেশিন এর ক্ষেত্রে প্রতিদিন ১০ ঘন্টা চালালে প্রোডাকশন পাবেন প্রায় ৩৫০ কেজি। পাশাপাশি এই মেশিনের উপরে এক বছরের গ্যারান্টি আর পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা।




বায়ো-ডিগ্রেডেবল ব্যাগের ব্যবসা শুরু করার জন্য আপনাদের কিন্তু মেশিন কেনার পর সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই প্রশিক্ষণ নিয়ে নিতে হবে। পাঠক বন্ধুদের সুবিধার্থে আমরা আজ একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানাও শেয়ার করে দেবো যাতে ব্যবসা শুরু করতে গিয়ে আপনাদের কোন রকমের অসুবিধার সম্মুখীন না হতে হয়।। চলুন তাহলে আর অপেক্ষার না করে শুরু করে দেওয়া যাক নিজেদের স্বপ্নের ব্যবসা।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500.











