







নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই নিজস্ব একটি ব্যবসা শুরু করার ইচ্ছে বা আকাঙ্ক্ষা রয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে যদিও এই আকাঙ্ক্ষা পূরণ করাটা কিন্তু খুব একটা সোজা কাজ নয়।। ব্যবসা শুরু করতে গেলে সবার প্রথমেই যে জিনিসটার প্রয়োজন তা হল মূলধন।
কারণ আপনার কাছে ব্যবসার জন্য প্রয়োজনীয় মেশিন অথবা কাঁচামাল বা জায়গা জোগাড় করার জন্য যদি মূলধন না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই এই প্রতিদ্বন্দ্বিতার বাজারে টিকে থাকতে পারবেন না। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই সমস্ত কিছুর সামঞ্জস্য বজায় রেখেই অর্থাৎ কিছু নামমাত্র খরচে এমন একটি ব্যবসার কথা আপনাদের বলব যা খুব সহজেই শুরু করতে পারবেন এবং লাভ হবে প্রচুর।




আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি কুরকুরে তৈরির ব্যবসার কথা। ভারত এবং বাংলাদেশ উভয় জায়গা থেকেই কিন্তু বন্ধুরা এই ব্যবসা শুরু করতে পারবেন খুবই নামমাত্র খরচের। এর জন্য যে মেশিনটার আপনাদের প্রয়োজন হবে সেটা মোটামুটি ৬০ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত দামে আপনারা পেয়ে যাবেন। এরপর চাল অথবা ভুট্টা থেকে আপনারা খুব সহজেই কুরকুরে তৈরি করে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন। কিভাবে কুরকুরে তৈরি করা হবে সেটা জানতে হলে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে প্রসেস সম্পর্কে বলা রয়েছে।




কুরকুরে তৈরি করার পরে এটাকে প্যাকেজিং করে আপনারা খুব সহজেই বাজারজাত করতে পারবেন। মুখরোচক এবং লোভনীয় খাবার হিসেবে বাচ্চা থেকে বড় সকলের কাছেই কিন্তু এটা ভীষণভাবে জনপ্রিয়। সুতরাং আপনারা যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কখনোই আপনাকে কোন চিন্তা করতে হবেনা ইনকাম নিয়ে। প্রাথমিক অবস্থায় একটু ছোট পরিসরে ব্যবসা শুরু করার পরে এটা দাঁড়িয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনার আরো বেশি করে ইনকাম করতে পারবেন। যদি আপনি এই ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন এবং মেশিন কেনার প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে নিচে ঠিকানা দেওয়া রইল।




ভারতের বাসিন্দারা যেখান থেকে মেশিন কিনতে পারবেন তা হল—
কর্মকার মেশিনারি
ব্যান্ডেল, হুগলি, পশ্চিমবঙ্গ
Contact : 6290610895
যদি আপনি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে—
বিজনেস বাংলা কর্পোরেশন
Contact : 01879976986/01865125940.











