







নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি ব্যবসা শুরু করতে আগ্রহী! তাহলে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন ধরনের একটি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যা হয়তো আপনারা কেউই কমবেশি আগে শোনেননি। একজন মধ্যবিত্ত সাধারণ মানুষ হিসেবে যদি আপনি এই ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে একদম নিশ্চিন্তে এগিয়ে আসতে পারেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।।
স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা কিভাবে শুরু করবেন?
আপনারা চাইলে কম পুজিতে স্ক্রিন প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারেন। তবে অনেকেই রয়েছেন যারা এই ব্যবসা সম্পর্কে কিছু জানেন না। স্ক্রিন প্রিন্টিং হল এমন একটি ব্যবসা যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের প্রিন্টিং এর কাজ করতে পারবেন। নানান ধরনের প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে নন ওভেন ব্যাগ, ভিজিটিং কার্ড অথবা বিয়ের কার্ড, কোন খাম থেকে শুরু করে অনেক কিছুর উপরেই প্রিন্টিং করা যেতে পারে এর সাহায্যে।




এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এখনও ভীষণই কম। সুতরাং নিশ্চিন্তে আপনারা এই কাজে অংশগ্রহণ করতে পারেন। স্ক্রিন প্রিন্টিং এর ব্যবসা দুরকম ভাবে শুরু করা যেতে পারে। প্রথমত যদি আপনারা চান মেশিনের মাধ্যমে শুরু করতে পারেন। তবে মেশিন কেনার মতন মূলধন যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে সাধারণ কেমিক্যাল ব্যবহার করেও কিন্তু প্রিন্টিং এর এই কাজ করা যেতে পারে। কেমিক্যাল ব্যবহার করে কিভাবে প্রিন্ট করা হবে সেটা জানার জন্য আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা দেখে নিতে পারেন।
যেহেতু এর থেকে বিভিন্ন প্রিন্টিং এর কাজ করা হচ্ছে, তাই বাজারে এই ধরনের ব্যবসার কিন্তু ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে বলা যায়। কারণ বিভিন্ন জিনিস প্রিন্টিং ছাড়া কিন্তু কোন মতেই ব্যবহার করা যাবে না। কোন দোকানের নাম লেখানো হোক বা বিয়ের কার্ড ছাপানো সবকিছুতেই তো প্রয়োজন প্রিন্টিং এর। যদি আপনার পুঁজি বেশি থাকে সেক্ষেত্রে ভালো করে মূলধন বিনিয়োগ করে আপনারা মেশিনের সাহায্যেও কিন্তু নিজেদের কাজ শুরু করতে পারেন।




যদি আপনার এই ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে কোথায় মেশিন বা কাঁচামাল কিনবেন তার জন্য একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা আমরা আপনাদের প্রতিবেদনের একদম শেষে দিয়ে দেবো।ব্যবসা শুরু করতে আগ্রহী থাকলে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন। মোটামুটি আপনাদের 3500 টাকা মত খরচ পড়বে প্রশিক্ষণ নিতে গেলে। এর মধ্যেই কিন্তু আপনারা কাঁচামালও সংগ্রহ করে নিতে পারবেন। মেশিন কিনলে ইনস্টলেশন এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
Sonarpur Super Art
Prop – Mr.Alokesh Roy
Khirish tala, Sonarpur.
Kolkata – 700150
Contact – 9002886369/8335815276.











