







নিজস্ব প্রতিবেদন: ইনকাম করার জন্য মানুষের কাছে যে সমস্ত রাস্তা রয়েছে তার মধ্যে চাকরি আর ব্যবসা হল অন্যতম।। সরকারি আর বেসরকারি চাকরির বাজার খারাপ হলেও যখনই কোন কাজের খবর থাকে সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে থাকি।। সেই সঙ্গে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে অনেক ব্যবসার আইডিয়াও তুলে ধরেছি।
তবে একজন মধ্যবিত্ত সাধারণ মানুষ হিসেবে বলব যে অবশ্যই কোন ব্যবসা শুরু করার আগে সেটি সম্পর্কে সঠিক রিসার্চ আপনারা করে নেবেন এবং দেখে নেবেন যে ব্যবসাটি শুরু করছেন তার উৎপাদিত পণ্যের চাহিদা বাজারে কতখানি রয়েছে। আপনারা চাইলে আমাদের এই প্রতিবেদন গুলো ফলো করেও কিন্তু ব্যবসার কাজ শুরু করতে পারেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নন ওভেন ব্যাগের ব্যবসা সম্পর্কে বলবো। একেবারে সামান্য পুঁজিতে এই নন ওভেন ব্যাগের ব্যবসা শুরু করা যাবে।




ম্যানুয়াল থেকে শুরু করে অটোমেটিক সমস্ত ধরনের মেশিন আপনারা কিন্তু এই ব্যবসা শুরু করতে গেলে পেয়ে যাবেন। অটোমেটিক মেশিন এর দাম শুরু হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা থেকে। যদি সঠিকভাবে পণ্য উৎপাদন করতে পারেন এই ব্যবসায় প্রায় মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনাদের রোজগার হবে। কম পুজিতে এরকম দারুণ ব্যবসা কিন্তু আপনারা চট করে পাবেন না।।
কিভাবে মেশিন থেকে স্টেপ বাই স্টেপ নন ওভেন ব্যাগ তৈরি করা হচ্ছে সেটা জানতে হলে আপনাদের আমাদের সঙ্গে থাকা ভিডিওটি একটু বিস্তারিত দেখে নিতে হবে। যদি কম বুঝিতে শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু সেমি অটোমেটিক মেশিন কিনে কাজ চালাতে পারেন। আবার একটু বড় পরিসরে ব্যবসা শুরু করার জন্য আপনাদের কিন্তু এমন একটা কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের কথাও আমরা জানিয়ে দেবো যেখান থেকে লোন পেয়ে যাবেন।




ব্যাংক থেকে লোন পাওয়ার সমস্ত ধরনের ব্যবস্থা করে দেবে এই কোম্পানি। সুতরাং যারা নিজেদের ব্যবসা শুরু করতে চান নিশ্চিন্তে এগিয়ে আসতে পারেন। প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই দেশীয় বাজারের নন ওভেন জাতীয় ব্যাগের চাহিদা বেড়েছে। সুতরাং ভবিষ্যতে এর চাহিদা যা আরো বাড়বে তাতে কোন সন্দেহ নেই। আপনারা যারা ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।
Factory Name – Royal business industries.
4th lane anandalok, bablatala, Gopalpur, Rajarhat, Kolkata
West Bengal -700136
Landmark – BSNL telephone exchange/allahabad bank.
Contact – 8697388832/9073697209











