







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে অর্থ উপার্জন করার মতন বহু রাস্তা রয়েছে যার মধ্যে অন্যতম হলো ব্যবসা। আপনি কি সম্প্রতি তাই ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন? সেক্ষেত্রে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। আজ আমরা এমন একটি বিজনেস আইডি আপনাদের সাথে শেয়ার করে নেব যেটা খুব সহজেই একেবারে স্বল্প পুঁজিতে আপনারা শুরু করতে পারবেন এবং কোনো সমস্যাও হবে না। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।
মসলা গুঁড়া করার ব্যবসা:
শিরোনাম দেখে আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই ব্যবসা আবার এমন কি? পাঠক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই ব্যবসা থেকেই কিন্তু আপনি মাসে প্রায় লক্ষ টাকার কাছাকাছি উপার্জন করতে পারবেন। মাত্র একটা সামান্য দামের মেশিন বসিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের মসলা থেকে শুরু করে অন্যান্য জিনিস গুঁড়ো করে সেগুলো বাজারে কিন্তু সহজেই আপনারা বিক্রি করতে পারেন। আমাদের বর্তমান জীবনে গোটা মসলা গুঁড়ো করে যে বিভিন্ন রান্নায় দেওয়ার রীতি প্রচলিত রয়েছে তার জন্য কিন্তু প্রায় সময় বাজারের বিভিন্ন দোকানে গিয়ে আমরা লাইন দিয়ে থাকি।




গোটা ধনে থেকে শুরু করে শুকনো লঙ্কা, হলুদ অথবা জিরে সবকিছুই কিন্তু মেশিনের সাহায্যে গুঁড়ো করে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গম থেকে তৈরি আটা অথবা চাল থেকে তৈরি চালের গুঁড়ো, ছাতু এবং বেসন তো রয়েছেই। এই প্রত্যেকটা মসলাই কিন্তু একেবারে স্বল্প দামে তৈরি করে নিতে পারেন। তার জন্য আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র একটি মেশিন। এই মেশিনটির দাম হল মাত্র ২৫ হাজার টাকা এবং ঘন্টায় এটির প্রোডাকশন হচ্ছে ৩০ থেকে ৩৫ কেজি।
আপনারা চাইলে আরো বেশি দাম দিয়ে মেশিন কাস্টমাইজ করিয়ে প্রোডাকশন কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ মাত্র ২৫ হাজার টাকায় এই মসলাগুলো করার ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন। মেশিনটি বসানোর জন্য খুবই সামান্য জায়গার প্রয়োজন হবে। এই মেশিনটির সাথেই আপনারা বিভিন্ন ধরনের জালি, ডাইস এবং ব্রাশ পেয়ে যাবেন। ডাইসের মাধ্যমে আপনারা আলাদাভাবে মসলা এবং গম গুড়ো করে নিতে পারবেন।




আর গুঁড়ো কিরকম ধরনের হবে অর্থাৎ কতটা মোটা বা কতটা সরু হবে সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে নেট বা জালি। বাড়ির একটা কোন কোনায় অথবা দোকান ভাড়া নিয়ে এই মেশিন বসিয়ে আপনারা কিন্তু ব্যবসার কাজ যতটা দ্রুত সম্ভব শুরু করে দিতে পারেন। চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কেনার যাতে সম্পূর্ণ সুলভ মূল্যে এটা পাওয়া যায়। সাধারণ ইলেকট্রিসিটিতেই কিন্তু এই মেশিনটা চলবে, আলাদা করে কোন কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন হবে না।
আপনারা যারা সম্প্রতি এই ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন তারা দেরি না করে আমাদের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন। মেশিনের সাথে সমস্ত প্রশিক্ষণ আর ইনস্টলেশন এখানে বিনামূল্যে পেয়ে যাবেন।
Company information:
Indian machinery.
Address – prajatantrapally, Sodepur.
Nearest railway station: Sodepur.
Kolkata, West Bengal.
Contact – 8420748487/8597204256.











