







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল এমন একটা প্লাটফর্ম যার সাহায্যে ক্রমাগত নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে। তবে এই ব্যবসায় সফলতা লাভ করাটা কিন্তু একেবারেই সোজা ব্যাপার নয়। কারণ ভালো ব্যবসা শুরু করতে গেলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মূলধন এবং সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে।
আপনাদের মধ্যে অনেকের কাছেই হয়তো এই পর্যাপ্ত মূলধন বা সঠিক পরিমাণে পরিকল্পনা নেই। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই সমস্যার মুখোমুখি হতে হয়। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনটি পড়লে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হতে পারে। নামমাত্র পুঁজিতে শুরু করা যাবে এ রকম একটি ব্যবসা সম্পর্কে আজ আমরা আলোচনা করতে চলেছি।




এই ব্যবসাটি হল পেরেক তৈরির ব্যবসা। বাড়ি ঘর তৈরি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় বিল্ডিং বা অফিস সব জায়গাতেই কিন্তু এই পেরেকের প্রয়োজনীয়তা রয়েছে। এটি ছাড়া কোন কাজই সঠিকভাবে হতে পারবেনা। সুতরাং এই পেরেক তৈরি করে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে কিন্তু বেশ ভালো অংকের অর্থই লাভ করতে পারবেন। তবে সেটার আগে আপনাদের জেনে নিতে হবে কিভাবে এই পেরেক তৈরির ব্যবসা শুরু করা যাবে এবং এই ব্যবসা করার জন্য কি কি করতে হবে। চলুন তাহলে এবার আমরা প্রতিবেদনের মূল পর্বে যাই।
পেরেক তৈরি করার জন্য আপনারা মূলত তিন ধরনের মেশিন কাজে লাগাতে পারেন। এর মধ্যে একটি হলো পেরেক তৈরির জন্য,২য় মেশিনটি হল পলিশার মেশিন এবং অপরটি হল গ্রাইন্ডার। পলিশার মেশিনের দাম আছে ৭৫ হাজার টাকার কাছাকাছি এবং গ্রাইন্ডার মেশিনের দাম আছে ২৫ হাজার টাকার কাছাকাছি।




হাফ থেকে ২ ইঞ্চি পর্যন্ত পেরেক বানাতে পারবেন এরকম মেশিনের দাম রয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা এই মেশিনের সেটআপ টা কিন্তু কিনে নিতে পারেন। পেরেকের সাইজ এবং প্রোডাকশন ক্যাপাসিটি বেশি চাইলে আপনারা খুব সহজেই কিন্তু আরো বেশি দামের মেশিন কিনতে পারেন। তবে সেটা কিছুটা হলেও সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে যেতে পারে।




এই পেরেক তৈরির ব্যবসা কিন্তু প্রচুর লাভজনক এবং একবার দাঁড়িয়ে গেলে এটা থেকে মাসে প্রায় লক্ষাধিক টাকার বেশি উপার্জন হওয়া সম্ভব। এই ব্যবসা শুরু করতে গেলে মেশিন রাখার জন্য প্রয়োজনীয় ঘর এবং ট্রেড লাইসেন্স ছাড়া আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। কিভাবে স্টেপ বাই স্টেপ পেরেক তৈরি করা হবে সেটা জানতে হলে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। আগ্রহী ব্যক্তিরা নিচের দেওয়া ঠিকানা অথবা নম্বরে যোগাযোগ করে বাকি কথা সেরে ফেলুন ব্যবসা শুরু করার খাতিরে। আইডিয়াটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Swarnava industries
Shrirampur,Simla kalitala
Hooghly, West Bengal.
Contact : 8777299045











