







নিজস্ব প্রতিবেদন: ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে। তবে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য একেবারে স্বল্প বিনিয়োগে যে ব্যবসা শুরু করা যাবে সেটাই কিন্তু সবথেকে বেশি উপযোগী। আজ আমরা সেই কথা মাথায় রেখেই আপনাদের সাথে একটি চাহিদা সম্পন্ন ব্যবসার কথা শেয়ার করে নিতে চলেছি। যেটা শুধুমাত্র একটা মেশিনের সাহায্যেই আপনারা শুরু করতে পারবেন। এই মেশিন থেকে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে তার দৈনন্দিন বাজারে এতটাই চাহিদা রয়েছে যে কখনোই আপনাদের উপার্জন নিয়ে চিন্তা করতে হবে না।
একেবারে রেগুলার ইউজের মধ্যে রয়েছে এটি।। পাঠক বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন আমরা এমন কোন ব্যবসার কথা বলছি যাতে চাহিদার অভাব হবে না! তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমরা বলছি তেল তৈরির ব্যবসার কথা। রান্নায় বিভিন্ন ধরনের তেল আমরা ব্যবহার করে থাকি। গ্রাম শহর নির্বিশেষে প্রত্যেকটি গৃহস্থ্য বাড়ি থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট সব জায়গাতেই কিন্তু এটার ব্যবহার রয়েছে। আপনারা খুব সহজেই মেশিন কিনে বিভিন্ন পণ্যের মাধ্যমে তেল উৎপাদন করে তা বাজারে বিক্রি করতে পারেন।




এই একটি মেশিনের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই বাদাম তেল, নারকেল তেল, সর্ষের তেল তৈরি করে তা বাজারজাত করতে পারবেন। সম্পূর্ণ খাঁটি পদ্ধতিতে এই তেল গুলো তৈরি হবে। মেশিনের প্রাথমিক মূল্য রয়েছে ২৫ হাজার টাকা তবে আপনারা চাইলে প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী আরো বেশি দামের মেশিন নিতে পারেন ব্যবসা বড় পরিসরে শুরু করার জন্য।
কিন্তু মধ্যবিত্ত মানুষ যখন প্রাথমিকভাবে ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আমরা বলব ২৫ হাজার টাকার মেশিন কিনেই কাজ শুরু করার কথা । এই মেশিন চালানোর জন্য কিন্তু আপনাদের বিশাল কোন বড় জায়গার প্রয়োজন হবে না। বাড়ির কোন একটি কোনাতে বসেই আপনারা নিজেদের ব্যবসার কাজ শুরু করতে পারবেন প্রাথমিক অবস্থায়।




সব থেকে বড় ব্যাপার বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতেই এই মেশিন চালানো যাবে। অর্থাৎ আপনাদের আলাদা করে কমার্শিয়াল লাইন নেওয়ার খাটনি ভোগ করতে হবে না। সুতরাং আপনারা কিন্তু নিশ্চিন্তে এই ব্যবসার কাজ শুরু করতে পারেন। ব্যবসা যদি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে প্রায় মাসিক ভিত্তিতে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনাদের এই তেল বিক্রি করে উপার্জন হতে পারে।গ্ৰাম শহর নির্বিশেষে সমস্ত জায়গাতেই যেহেতু এই ব্যবসা চলবে তাই চিন্তার কিছু নেই। মেশিন কেনার জন্য আপনারা নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।
Indian machinery and engineering works
Kolkata, Sodepur,prajatantrapally.
Contact : 8597204256/8420746487/9748205909.











