ফাইনান্সে মেশিন কিনে শুরু করুন এই ব্যবসা, দিনের শেষে লাভ হবে ২০০০ টাকা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ কিন্তু জীবিকা নির্বাহের জন্য ব্যবসাকে বেছে নিচ্ছেন। সরকারি অথবা বেসরকারি দুটো চাকরির বাজারই যেহেতু খুব একটা ভালো নয় তাই সাধারণ মানুষের জন্য এই ব্যবসাই হলো শেষ ভরসা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা দারুণ ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেখান থেকে আপনারা প্রতিদিন প্রায় ২ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

এই ব্যবসাটি হচ্ছে ফুড প্রোডাক্ট এর সঙ্গে সম্পর্কিত এবং আমাদের দৈনন্দিন চাহিদার সঙ্গে জড়িত। ভাত বা রুটির পরেই আমাদের মেইন কোর্সের খাবারে ঢুকে পড়েছে এটি। মোটামুটি প্রতিবেদনের এই ক’টি লাইন পড়ার পরেই আপনারা হয়তো ধারণা করতে পেরেছেন যে আমরা ঠিক কী ধরনের ব্যবসার কথা আজ বলবো।

কিসের ব্যবসা শুরু করবেন?

আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের বলব চাউমিন তৈরির ব্যবসার কথা। স্বল্প পুঁজিতে আপনারাই ব্যবসাটা শুরু করতে পারবেন। আমাদের বাড়িতে দৈনন্দিন খাদ্যদ্রব্য হিসেবে নয় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এই চাউমিনের ব্যাপক চাহিদা রয়েছে। সুতরাং চাহিদার উপর নির্ভর করে আপনাদের কিন্তু এই ব্যবসায় কোনরকম লোকসান হবে না বলাই যায়।

চাওমিন তৈরির জন্য বাজারে আপনারা দুই ধরনের মেশিন পেয়ে যাবেন এর মধ্যে একটা হল সেমি অটোমেটিক এবং অন্যটি হলো অটোমেটিক। সেমি অটোমেটিক মেশিনের ক্ষেত্রে দাম পড়বে ৯০ হাজার টাকা এবং এক্ষেত্রে মিক্সার মেশিন কিন্তু আপনাকে আলাদাভাবে কিনতে হবে।। অন্যদিকে অটোমেটিক মেশিনের ক্ষেত্রে দাম এর থেকে একটু বেশি হবে।

লাভের পরিমাণ এবং অন্যান্য বিষয়:

সেমি অটোমেটিক মেশিনের ক্ষেত্রে ঘন্টায় 15 কেজি এবং অটোমেটিক মেশিন এর ক্ষেত্রে দ্বিগুণ অর্থাৎ ঘন্টায় 30 কেজি পর্যন্ত আপনারা এখানে প্রোডাকশন পাবেন। মেশিন এবং চাওমিন তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ছাড়া আপনাদের কিন্তু এই ব্যবসায় আর কোন অতিরিক্ত খরচ করতে হবে না। এই ব্যবসাটি তৈরি করার জন্য শুধুমাত্র প্রাথমিক অবস্থায় ট্রেড লাইসেন্স তৈরি করিয়ে নিলেই হবে।

যদি আপনি বড় ব্র্যান্ডের পরিসরে কাজ শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু ফুড লাইসেন্স বানিয়ে নেবেন। প্যাকেজিং করে অথবা খোলা মার্কেট এ খুব সহজেই আপনারা কিন্তু প্রাথমিক অবস্থায় কম দামে চাওমিন বিক্রি করতে পারেন। ব্যবসা দাঁড়িয়ে গেলে ধীরে ধীরে আপনারা এটাকে আরো বড় করে তুলতে পারবেন খুব সহজেই।

এই ব্যবসাটির বিষয়ে যদি আপনাদের অন্য কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের প্রতিবেদনের সঙ্গেই একটি ভিডিও যোগ করা রয়েছে। প্রয়োজনে সেটাও মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিতে পারেন। চাওমিন এর মতন একটি লাভজনক ব্যবসা শুরু করে প্রতিদিন 2000 টাকার কাছাকাছি আপনারা ইনকাম করতে পারবেন।

যদি আপনাদের কাছে মেশিন কেনার মতন পর্যাপ্ত মূলধন না থাকে সেক্ষেত্রে লোন নিয়ে অর্থাৎ ফাইনান্সেও কিন্তু আপনারা মেশিন কিনতে পারেন। যে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা আমরা প্রতিবেদনের শেষে তুলে ধরব সেখান থেকে আপনারা কিন্তু মেশিন সহ সমস্ত ধরনের সুযোগ সুবিধা সাপোর্ট পেয়ে যাবেন। তাহলে আর অপেক্ষা কেন? দেরি না করে শুরু করে ফেলুন নিজেদের স্বপ্নের ব্যবসা।

Factory Name – Royal business industries.
4th lane anandalok, bablatala, Gopalpur, Rajarhat, Kolkata
West Bengal -700136
Landmark – BSNL telephone exchange/allahabad bank.
Contact – 8697388832/9073697209

Leave a Comment