







নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জনের জন্য মানুষ ক্রমাগত নানান ধরনের চেষ্টা চালাচ্ছেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি আর ব্যবসার মধ্যে তাদেরকে যেকোনো একটি পথ বেছে নিতে হচ্ছে। যেহেতু এখন চাকরির বাজার খুব একটা ভালো নয় তাই বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম স্থান দখল করছে ব্যবসা। তবে অবশ্যই আপনাকে সঠিক ব্যবসার পদ্ধতি বেছে নিতে হবে যাতে কোন রকমের সমস্যার মধ্যে না পড়তে হয়।
এই প্রতিবেদনের মাধ্যমে মাত্র ২৮ হাজার টাকা দাম দিয়ে একটি মেশিন কিনে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করতে চলেছি। যারা সম্প্রতি ব্যবসা শুরু করার কথা চিন্তা-ভাবনা করছেন একবার আমাদের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন।




মনে রাখবেন আপনাকে অবশ্যই এমন ধরনের ব্যবসা শুরু করতে হবে যার বাজার চাহিদার কোন শেষ নেই। কারণ আপনি যে ব্যবসা শুরু করলেন তাতে মূলধন প্রচুর লাগলো অথচ একটা সময়ের পর চাহিদা শেষ হয়ে গেল তাতে কিন্তু কোন লাভ হবে না। কিছুদিনের জন্য একটা আর্থিক স্বচ্ছলতা পেলেও পরবর্তীতে কিন্তু আপনি এতে সমস্যার মুখোমুখি হতে পারেন।
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব কুড়কুড়ে তৈরীর ব্যবসার কথা। বাচ্চা থেকে বড় সবার মধ্যেই এই মুখরোচক খাবারটির চাহিদা ঠিক কতখানি রয়েছে তা হয়তো আলাদা করে বলার প্রয়োজন নেই। এটি এমন একটি ব্যবসা যাতে ২০ টাকার মাল ১০০ টাকায় বিক্রি হবে এ কথা নিঃসন্দেহে বলা যায়। মোটামুটি হাতে ২৮ থেকে ৫০০০০ টাকা নিয়েই খুব সহজে আপনারাই ব্যবসাটি শুরু করতে পারবেন।




কুড়কুড়ে তৈরি করার ব্যবসা শুরু করার জন্য আপনাদের মেশিনের প্রয়োজন হবে। এই মেশিনের দাম কিন্তু খুব একটা বেশি নয়। কাঁচামাল হিসেবে প্রধানত প্রয়োজন হবে চাল এবং গম। যদি শুধুমাত্র চাল ব্যবহার করে আপনি কুরকুরে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু তার স্বাদ খুব একটা ভালো হবে না।
সুতরাং আপনাকে চাল আর গম একটা অনুপাত বজায় রেখে ব্যবহার করতে হবে এখানে। মাসে চার থেকে পাঁচ দিন মেশিন চালিয়েই কিন্তু আপনারা গোটা মাসের জন্য পণ্য তৈরি করে নিতে পারবেন। সুতরাং কোন দিক ভাবনা চিন্তা না করেই আপনারা এই ব্যবসা শুরু করার দিকে অগ্রসর হতে পারেন। আগ্রহী থাকলে মেশিন কেনার জন্য নিচে ইউনিটের ঠিকানা দেওয়া রইল।
Karmakar machinery
Bandel, Hooghly
Contact : 6290610895/9749975982











