







নিজস্ব প্রতিবেদন: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সাধারন মানুষের কাছে যে সমস্ত রাস্তা সবার প্রথমেই মাথাতে আসে সেটার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যবসা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি একটি দারুণ ব্যবসার আইডিয়া যা আগামী প্রজন্মে আপনাদের জীবন পরিবর্তিত করে দিতে চলেছে।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি একটি ব্যবসা শুরু করার কথা চিন্তা-ভাবনা করছেন। সেই দিক থেকে বলব যে যদি আপনারা এই আইডিয়া কাজে লাগাতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ভাবেই চিন্তা করতে হবে না। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।




আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি পেপার প্লেটের ব্যবসার কথা। এই পেপার প্লেট তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন রকমের মেশিন রয়েছে। আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী মেশিন কিনে প্রাথমিক অবস্থায় কাজ শুরু করতে পারেন।
গ্রাম শহর নির্বিশেষে দেশের প্রত্যেকটি বাজারেই কিন্তু বর্তমানে নানান রকমের উৎসব অনুষ্ঠান বা রেগুলার ইউজের জন্যই হলেও এই পেপার প্লেটের ব্যাপক চাহিদা রয়েছে। খাবার পরিবেশন এর জন্য এই পেপার প্লেটের বিকল্প হিসেবে মানুষ কিন্তু অন্য কিছু ভাবতেই পারেন না। সুতরাং আপনারা যদি এই ব্যবসা শুরু করেন তাহলে কখনোই লোকসানের মুখোমুখি হতে হবে না এবং লাভের পরিমাণটাও সব সময় আপনাকে মুগ্ধ করবে।




পেপার প্লেট তৈরি করার জন্য সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাবেন ম্যানুয়াল মেশিন এবং এছাড়াও রয়েছে অটোমেটিক মেশিন হাইড্রোলিক মেশিন প্রভৃতি। একটা মেশিনের ডাইস এবং অপারেটিং সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি যখন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কিনবেন তখনই আপনাকে টেকনিশিয়ানের মাধ্যমে এই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে।
যদি ম্যানুয়াল মেশিন কিনেন তাহলে সব থেকে কম খরচ পড়বে সুতরাং যদি আপনি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ হিসেবে কম খরচে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আমরা বলব এটা কিনেই কাজ শুরু করুন।। বড় পরিসরে শুরু করতে চাইলে অটোমেটিক মেশিন ভালো। পেপার প্লেট তৈরি করার পরে আপনারা সরাসরি এগুলোকে মার্কেটিং করতে পারেন।




তার জন্য আগে থেকেই লোকাল মার্কেটের দোকানে যোগাযোগ করে রাখবেন অথবা কোন বড় কারখানার সাথে কন্টাক্ট করে নেবেন। যারা এই পেপার প্লেটের ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন একদম দেরি করবেন না। দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন। মেশিন থেকে শুরু করে কাঁচামাল, অথবা ডাইস সংক্রান্ত সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনারা নিচের দেওয়া ঠিকানাতেই পেয়ে যাবেন।
Factory Name : Creative industries.
Opp market complex.
Hyderpara market, Siliguri
Contact number: 9709000609/9002771995











