মাত্র ১৫ হাজার টাকায় ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা, অল্প দিনের মধ্যেই লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরে দেশের বাজারে যেভাবে সরকারি আর বেসরকারি চাকরির অবস্থা খারাপ হয়ে পড়েছে তাতে সাধারণ মানুষের কাছে কিন্তু অর্থ উপার্জনের জন্য বিকল্প পথের সন্ধান করা ছাড়া আর রাস্তা নেই।। এই বিকল্প পথ বলতে আমাদের মাথায় প্রথমেই আসে ব্যবসার কথা। যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন তাদের খুব একটা চিন্তার কোন কারণ নেই।

কারণ ইতিমধ্যেই কোন একটা দিকে তারা নিজেদের ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছেন। তবে নতুন ব্যবসায়ীদের কিন্তু ব্যবসা শুরু করার জন্য বেশ সমস্যার মুখোমুখি পড়তে হয়।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সমস্যার সমাধান করতেই একটা দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব। এই ব্যবসাটি হল মোমবাতি বা ক্যান্ডেল তৈরির ব্যবসা। বাচ্চা থেকে বড় সবাই এই পণ্যটির সঙ্গে পরিচিত রয়েছে।

কিভাবে শুরু করবেন এই ব্যবসা?

মোমবাতি বা ক্যান্ডেল হল এমন একটি জিনিস যা ঘর সাজানো থেকে শুরু করে উৎসব অনুষ্ঠানের কাজে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। একটা সময় বিদ্যুৎ চলে গেলে ঘর আলো করতেও কিন্তু এই মোমবাতি ব্যবহার করা হতো। যুগের পরিবর্তনের সাথে বিভিন্ন নিত্য নতুন জিনিস এসে যেতেই পারে তবে এখনো অনেক বাড়িতেই এরকম ভাবে মোমবাতিকে কাজে লাগানো হয়ে থাকে। সুতরাং এই বস্তুটির বাজার চাহিদা সম্পর্কে আপনাদের কোনদিনও কোন সন্দেহ করতে হবে না এ কথা স্পষ্ট মত বলতে পারি।

মোমবাতি কিন্তু বিভিন্ন ধরনে তৈরি করা যেতে পারে। প্রথমত, এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের প্রয়োজন হবে মেশিন এবং কয়েক ধরনের ডাইস। মেশিন আর ডাইস দুটোই কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন।মোমবাতি তৈরির মেশিনের খুব একটা দাম নেই সুতরাং এটা আপনাদের বাজেটের মধ্যেই থাকবে যার ফলস্বরূপ মধ্যবিত্ত সাধারণ মানুষ এই ব্যবসা সহজেই শুরু করবেন।

প্রত্যেক ধরনের মোমবাতির জন্য আলাদা আলাদা ডাইস হয়ে থাকে। যেগুলো ছোট মোমবাতি এবং বড় মোমবাতি রয়েছে তাদের জন্য আলাদা ডাইস, পেঁচানো ডিজাইন থাকলে সেটার জন্য আবার আলাদা ধরনের ডাইস হবে। আবার জন্মদিন বা বিভিন্ন ঘর সাজানোর ক্ষেত্রে যে মোমবাতি ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেকটাই আলাদা রকমের হয়ে থাকে।

কোথা থেকে মেশিন এবং কাঁচামাল কিনবেন?

এই ব্যবসা শুরু করার জন্য আপনারা খুব সহজেই ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ সেখান থেকেই অত্যন্ত কম দামে আপনারা কাঁচামাল এবং মেশিন সংগ্রহ করে নিতে পারবেন।। যারা ব্যবসা শুরু করতে আগ্রহী তারা নিজের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।

Super Art
Prop – Mr.Alokesh Roy
Khirish tala, Sonarpur.
Kolkata – 700150
Contact – 9002886369/8335815276.

Leave a Comment