







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে অর্থ উপার্জনের জন্য একটা নির্দিষ্ট মাধ্যম হিসেবে ব্যবসা সবথেকে বেশি উল্লেখযোগ্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটা দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। একেবারে নামমাত্র পুঁজিতে এই সর্বসেরা ব্যবসা আপনারা যদি একবার শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তা করতে হবে না।
সাধারণ মানুষের কাছে এই ব্যবসা এমন একটি মাধ্যম যেটা ছাড়া কখনোই নিজেদের জীবনে এগিয়ে চলা যায় না। কারণ চাকরির বাজার যেহেতু এখন দুর্বল হয়ে পড়েছে তাই এটাই থাকছে প্রধান রাস্তা। আজ আমরা পাঠক বন্ধুদের যে ব্যবসা সম্পর্কে বলবো সেটা হল মুড়ি তৈরি করার ব্যবসা। ভাত এবং রুটির পরে আমাদের প্রধান খাদ্য হিসেবে কিন্তু এটি রয়েছে।




বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু সকালের জলখাবার থেকে শুরু করে কিছু কিছু সময় রান্না না করার ইচ্ছা থাকলে রাতের ডিনারেও অনেকে মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়ে থাকেন। অতএব সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে খাবারটির চাহিদা রয়েছে আপনারা যদি সেটা নিয়ে ব্যবসার কাজ শুরু করেন তা খুব একটা খারাপ কিন্তু হবে না।
মুড়ি তৈরি করার জন্য আপনাদের যে মেশিনটি কিনতে হবে তার দাম পড়ছে ৪০ হাজার টাকা।আপনাদের সঙ্গে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানাও শেয়ার করে দেব যেখান থেকে এই মেশিন কেনার পর সেটা কিভাবে চালাতে হবে বা এটা থেকে কিভাবে মুড়ি তৈরি করতে হবে সবকিছুই কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।




প্রয়োজনে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটাও দেখে নিতে পারেন। এখানে এই ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। যদি আপনারা মুড়ি তৈরির ব্যবসা শুরু করতে চান এবং মেশিন কিনতে আগ্রহী রয়েছেন সেক্ষেত্রে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে ফেলতে পারেন।
সবিতা এন্টারপ্রাইজ
ব্যান্ডেল, হুগলি
Contact : 9749975982











