নামমাত্র পুঁজিতেই শুরু করে ফেলুন এই তিনটি ব্যবসা, মাস গেলে খুব সহজেই ইনকাম হবে লাখ টাকার উপরে

নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জনের জন্য বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের কাছে প্রধান হাতিয়ার হিসেবে ধরা দিয়েছে ব্যবসা। ব্যবসা ছাড়া আপনারা কিন্তু কখনোই কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না। বিশেষ করে যেখানে চাকরির বাজার খুব একটা ভালো নয় সেখানে এই ব্যবসায়ী হচ্ছে সর্বসেরা।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে তাই এমন তিনটি ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যা খুব সহজেই একসাথে আপনারা শুরু করতে পারবেন অথবা আলাদা করেও শুরু করতে পারবেন। এই তিনটি ব্যবসা থেকে মাস গেলে প্রায় লক্ষাধিক টাকার উপরে আপনাদের রোজগার হতে পারে। তবে অবশ্যই তার জন্য আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন।

মোমো তৈরির ব্যবসা:

আজকের এই বিশেষ প্রতিবেদনের শুরুতেই আমরা মোমো তৈরীর ব্যবসার কথা বলব যেটা অটোমেটিক মেশিন এর সাহায্যে খুব সহজেই আপনারা শুরু করতে পারবেন। মোটামুটি ৫০ থেকে ৭০ হাজার টাকার কাছাকাছি এই মেশিনটার দাম পড়বে। এক কথায় এটা কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা। কারণ আমাদের বর্তমান জেনারেশনের কাছে মোমো হল একটি এমন চাহিদা সম্পন্ন খাবার। কমবেশি সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে থাকে এবং প্রায় প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট অথবা স্টলে এটা বিক্রি করা হয়ে থাকে। কিভাবে মেশিন অপারেট করে মোমো তৈরি করা হবে সেটা জানতে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখতে পারেন।

পাপড় তৈরির ব্যবসা:

মোমো তৈরি করার মেশিনের সাথেই কিন্তু আপনারা একই সাথে পাপড় তৈরি করে ফেলতে পারেন। মোটামুটি যেকোনো উৎসব অনুষ্ঠানের বাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই পাপড়ও একটা অত্যন্ত চাহিদা সম্পন্ন খাবার। সুতরাং এটা নিও কিন্তু আপনারা ব্যবসার কাজ শুরু করতে পারেন। প্রসঙ্গত মোমো তৈরির মেশিন কিনলে আপনারা একটি মিক্সার মেশিন কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন যেটাতে চাওমিন থেকে শুরু করে অন্যান্য অনেক উপকরণ মিক্সিংয়ের প্রাথমিক কাজটা আপনারা করতে পারবেন।

চাওমিন তৈরির ব্যবসা:

প্রতিবেদনের সবশেষে আমরা বলব চাউমিন তৈরীর ব্যবসার কথা। এটাও কিন্তু নামমাত্র পুঁজিতে শুরু করা যাবে। ভাত এবং রুটির পরে আমাদের মেইন কোর্সের খাবারের মধ্যেই রয়েছেন নুডুলস/ চাওমিন। সুতরাং এটা নিয়েও কিন্তু আপনারা নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন।। তিনটি ব্যবসা শুরু করতে চাইলে যারা মেশিন কিনতে আগ্রহী রয়েছেন নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নেবেন।

Global industries
Address :26/3 Ram kumar ganguly lane,shalimar,howrah
Near – Bataitala bus stop
Contact : 9319007757/9319007765

Leave a Comment