







নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জন করার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু কোন না কোন ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু মানুষ চেষ্টা করছেন চাকরি করার আবার কিছু জন চেষ্টা করছেন ব্যবসা করার। তবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে সমস্ত মানুষেরা ব্যবসার কাজে অংশগ্রহণ করেছেন তারাই কিন্তু সবথেকে বেশি লাভবান হয়েছেন অল্প সময়ের মধ্যে।
কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভালো পণ্য সহকারে ব্যবসার আইডিয়া খুঁজে নিতে হবে। আমাদের আজকের ব্যবসা হল বাচ্চা থেকে বড় সকলেরই একটি অত্যন্ত পছন্দের জিনিস নিয়ে ।চলুন তাহলে এই জিনিসটি সম্পর্কে প্রতিবেদনের মূল পর্বে গিয়ে জেনে নেওয়া যাক।




আজ আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নেব পেপসি তৈরির ব্যবসার কথা। স্কুল-কলেজের সামনে ঠেলাগাড়িতে কিন্তু ব্যাপক রকমের এই পেপসি বিক্রি হয়ে থাকে যা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আম থেকে শুরু করে লেবু লিচু অথবা দুধের ফ্লেভারে এগুলো বিক্রি করা হয়।।
আপনারা কিন্তু চাইলে বাড়ির কোন একটা কোনায় শুধুমাত্র একটি মেশিনের সাহায্যেই এই পেপসি তৈরির ব্যবসা শুরু করতে পারেন।। অনেকটা আইসক্রিমের মতই ঠান্ডা ধরনের খেতে এই খাবারটি কিন্তু গরমকালে খুব বেশি বিক্রি হয়। যেহেতু এটা বাচ্চাদের পছন্দের খাবার তাই আর দ্বিতীয় কোন কথা বলা যায় না। গ্রাম শহর নির্বিশেষে সব জায়গাতেই কিন্তু আপনারাই ব্যবসা চালাতে পারবেন।




পেপসি তৈরি করার জন্য যে মেশিনটা প্রয়োজন হবে সেটা মোটামুটি একদম অল্প দামে আপনারা ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন। বাড়ির কোন কোণাতে এই মেশিনটা বসিয়ে প্রয়োজন অনুযায়ী সমস্ত উপকরণের পাশাপাশি চাহিদা অনুযায়ী ফ্লেভার এই মেশিনের ডাইতে যোগ করে দিন। পেপসি তৈরি হয়ে যাওয়ার পর এটাকে খুব সুন্দর করে প্যাকিং করে ফেলুন। মনে রাখবেন আপনার প্যাকিং যত সুন্দর হবে এটা কিন্তু ততটাই বাচ্চাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
মেশিনের সাথেই আপনাদের প্যাকেজিং করার সুবিধা দেওয়া হয়েছে। এক থেকে দুই টাকা দামের মধ্যে বিভিন্ন পেপসির পাউচ আপনারা কিনতে পেয়ে যাবেন। একসাথে বেশি করে লোকাল মার্কেট থেকে এগুলো কিনে নিয়ে এসে আপনারা খুব সহজেই কিন্তু পেপসি তৈরির ব্যবসা চালু করতে পারেন।। যে মেশিনটির কথা বললাম সেটা বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটি তেই চলবে। অর্থাৎ এটার জন্য আপনাদের আলাদা করে কোন অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। পরিকল্পনাটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো। বিস্তারিত জানতে হলে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা দেখে নিতে পারেন।











