







নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একেবারে কম পুঁজিতে একটি দারুণ ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্যই হতে চলেছে। কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটা দারুন ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। এই ধরনের একটা ব্যবসা যদি সঠিক পদ্ধতিতে আপনি শুরু করতে পারেন তাহলে ভবিষ্যৎ নিয়ে কিন্তু কখনোই চিন্তা করতে হবে না। যেহেতু এখন চাকরির বাজার খুব একটা ভালো নয় তাই ব্যবসায়ী কিন্তু আপনাদের বেঁচে থাকার জন্য একটা আদর্শ হাতিয়ার হয়ে উঠতে পারে চেষ্টা করলেই।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি হরেক মালের ব্যবসার কথা। যে কোন অনুষ্ঠান বা মেলাতে এই ধরনের ব্যবসা কিন্তু ব্যাপকভাবে চলে থাকে এবং এই ব্যবসা করলে উপার্জনের পরিমাণটাও হয় অনেক বেশি। এমনিতেই বাঙালিদের বারো মাসে ১৩ পার্বণ। নানান ধরনের উৎসব অনুষ্ঠান ,মেলা প্রভৃতি লেগেই রয়েছে। হরেক মালের ব্যবসা কিন্তু বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে শুরু করা যেতে পারে। আপনারা চাইলে কসমেটিকসের জিনিসের উপরে ওই ব্যবসা শুরু করতে পারেন আবার কোন রকমের প্লাস্টিকের সামগ্রী বা বাচ্চাদের খেলনার উপরেও এই হরেক মালের ব্যবসা চালু রাখতে পারেন।




হরেক মালের ব্যবসা শুরু করার জন্য আপনারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু জিনিস কিনতে পারবেন। যদি কসমেটিকসের ব্যবসা করতে চান সেক্ষেত্রে ক্যানিং স্ট্রিট এবং রাম রহিম মার্কেট, প্লাস্টিক এবং খেলনার ব্যবসা শুরু করতে চাইলে বড়বাজারে আপনারা কিন্তু সহজেই একেবারে পাইকারি দামে প্রোডাক্ট পেয়ে যাবেন।
অনেক মাল কিন্তু খুব কম দামেই বিক্রি করা হয় তাই আপনারা প্রফিট কম রাখলেও এই জিনিসগুলো কিন্তু প্রচুর আপনাকে লাভ এনে দেবে। তবে আপনাদের প্রোডাক্টের গুণগতমান যেন ভালো থাকে সেদিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। কিভাবে এই ব্যবসা শুরু করবেন স্টেপ বাই স্টেপ তার জন্য প্রতিবেদনের একদম শেষে একটি ভিডিও দেওয়া রয়েছে। আগ্রহী থাকলে আপনারা সেটাও দেখে নিতে পারেন।











