







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে অর্থ উপার্জন করার জন্য প্রধান দুটোই রাস্তা রয়েছে চাকরি এবং ব্যবসা। প্রথম দিকে প্রধান মাধ্যম হিসেবে চাকরি থাকলেও এখন কিন্তু সেই জায়গাটা বদল হয়ে গিয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে যেভাবে দেশের সরকারি আর বেসরকারি চাকরির বাজার ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষের কাছে শেষ ভরসাই হল ব্যবসা। আজ একটা দারুণ লাভজনক আর চাহিদা সম্পন্ন প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা কসমেটিক্স এর ব্যবসা সম্পর্কে বলব যা মহিলাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে রয়েছে। সুতরাং গ্রামসহ নির্বিশেষে সকলেই কিন্তু প্রতিনিয়ত এই কসমেটিকসের সামগ্রী কিনবেন। তাই কোনোভাবেই এই ব্যবসার ক্ষেত্রে চাহিদার অভাব হবে না।




পাইকারি মার্কেট থেকে কসমেটিকসের বিভিন্ন সামগ্রী কিনে এনে তা খুব সহজেই প্রফিট মার্জিন রেখে আপনারা লোকাল মার্কেটে বিভিন্ন দামে বিক্রি করতে পারেন।। যদি লোকাল মার্কেটে নিজস্ব দোকান এর মাধ্যমে বিক্রি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার দোকান যেন একটু জনসমাগম পূর্ণ স্থানের মধ্যে হয়ে থাকে। আপনারা চাইলে একটু ভিন্নভাবে ও এই ব্যবসাটা শুরু করতে পারেন।
অনেকেই আছেন যারা আজকাল অনলাইন এপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। আপনারা কিন্তু চাইলে এভাবেও কসমেটিকসের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন। তারজন্য বিশেষ কিছু নয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর মতন প্লাটফর্ম গুলিতে আপনাদের পোস্ট এবং বিভিন্ন লাইভ ভিডিও শেয়ার করতে হবে আপনার পণ্যের উপর।।




এই কাজ কিন্তু খুব সহজেই বিভিন্ন কম বয়সী যুবতী থেকে শুরু করে গৃহবধুরাও করতে পারবেন। শুধুমাত্র কসমেটিকসের উপর সহজলভ্য কিছু জ্ঞান থাকলেই কাজ হয়ে যাবে। অনলাইনের মাধ্যমেও অনেক মহিলারা নানান ধরনের পণ্য অর্ডার করে থাকেন তাই বিক্রি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। শুধুমাত্র প্রোডাক্টের প্যাকেজিং আপনাকে সুন্দর আর সঠিক রাখতে হবে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে এমন একটি ঠিকানা শেয়ার করে নেব যেখানে মাত্র ২ টাকা থেকে কানের দুল পেয়ে যাবেন। এছাড়াও এখানে মাত্র ৩ টাকা থেকে বিভিন্ন ডিজাইনার চেন, ১০ টাকা থেকে বিভিন্ন ঝুমকো কানের দুল এবং ২৫ টাকা থেকে সুন্দর চোকার পেয়ে যাবেন। যারা চোকার সেট নিতে চান অর্থাৎ চিকের সাথে কানের দুল, মাং টিকা প্রভৃতি নিতে চান তারা এখানে মাত্র ৯০ টাকা থেকে সেই সেট নিয়ে নিতে পারবেন। খুবই কম দামের মধ্যে এখানে প্রত্যেকটি পণ্য বিক্রয় করা হচ্ছে যা দিয়ে খুব সহজেই নতুন দোকান ঢালাওভাবে সাজিয়ে ফেলা যেতে পারে। এত কম দামে জিনিস আপনারা হয়তো দোকান সাজানোর জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য আর কোথাও পাবেন না।




প্রতিবেদনের শেষে আমরা এবার সেই পাইকারি মার্কেটের ঠিকানা শেয়ার করে নেব যাতে সাধারণ মানুষ খুব সহজেই নিজেদের ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন।। কসমেটিকসের ব্যবসার উপর নির্ভরশীল আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Shop Name: Ahshan imitation jewellery.
Address – 107,old China bazar street, Ram rahim market.burrabazar, kolkata -700001.
Contact- 7908628500/9330392143.











