







নিজস্ব প্রতিবেদন: সারাদিনের ব্যস্ততার পর ত্বকের যত্ন নিতে গিয়ে মহিলারা নানান ধরনের নামিদামি ক্রিম ব্যবহার করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত ক্রিম অথবা লোশনের প্রচুর দাম থাকলেও সেগুলো কিন্তু বাস্তবে খুব একটা কাজ করে না।। রূপচর্চার ক্ষেত্রে তাই আজও বিভিন্ন ঘরোয়া টোটকা কেই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটি দুর্দান্ত ফেসপ্যাক সম্পর্কে আলোচনা করতে চলেছি যা আপনাদের ত্বককে ঠান্ডা রাখবে এবং সমস্ত ড্যামেজ দূর করে দেবে। এই ফেসপ্যাক এর ব্যবহারে ত্বক হয়ে উঠবে একেবারে উজ্জ্বল আর দারুণ মোলায়েম। এটি কিন্তু ত্বকের অতিরিক্ত রুক্ষ ভাব দূর করতেও সাহায্য করবে।




কিভাবে ফেসপ্যাকটি তৈরি করবেন?
এই পদ্ধতিতে আপনাদের প্রথমে নিয়ে নিতে হবে একটু চেয়াসিট। এটা আমাদের ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। এরপর এই মিশ্রণের মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ কাঁচা দুধ যোগ করবেন। এই মিশ্রণটা আমাদের ত্বকের উপরের ভাগ মিনিমাইজ করতে খুবই সাহায্য করবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই মিশ্রণ যখন একটু ফুলে উঠবে তখন তার মধ্যে মধু যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে গোলাপজল অথবা একটু লেবুর রস যোগ করে দিন। নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিছুক্ষণ মেখে নিতে থাকুন। তারপর তৈরি হয়ে যাবে এই বিশেষ ফেসপ্যাক টা।




প্রয়োগ পদ্ধতি:
এই ফেস প্যাকটাকে সম্পূর্ণ ত্বকের ওপরে লাগিয়ে নেবেন। বেশ ভালো করে সার্কুলার মোশানে ঘষে এটাকে ত্বকে লাগাতে হবে। তারপর ধীরে ধীরে এটাকে জলের সাহায্যে তুলে ভালোভাবে মুখ মুছে নেবেন। সপ্তাহে একদিন বা দুদিন অন্তর যদি আপনারা এই ফেসপ্যাক টা ত্বকে লাগাতে পারেন তাহলে কিন্তু নিমেষেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।











