




নিজস্ব সংবাদদাতা: সারা দেশ জুড়ে চলছে আনলক 5 এর কাজ। ধীরে ধীরে সাভাবিক হচ্ছে সব কিছুই। খুলছে বন্ধ হতে থাকা অনেক সার্ভিস সেক্টর গুলো। এর মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি পাবলিক স্কুল। বিভিন্ন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। প্রার্থীরা টেট পরীক্ষা পাস না করলেও এতে আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। দেশের প্রায় ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলে ৮০০০ জন প্রার্থীদের জন্য নিয়োগ ব্যবস্থা করা হয়েছে।





পিজিটি, টিজিটি পদের আবেদনের জন্য ২০ অক্টোবরএর মধ্যেই প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্কুলে শূন্য পদএর সংখ্যা সেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে পয়লা অক্টোবর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ।





জানানো হয়েছে এই রেজিস্ট্রেশন চলবে সকাল ১০ তা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। প্রার্থীদের ৪ নভেম্বর থেকে অ্যাডমিট দেওয়া হবে। জানানো হয়েছে অনলাইনে ২১ এবং ২২ নভেম্বর পরীক্ষা হবে, এবং সম্ভাব্য ২ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।প্রার্থীদের বয়স ৪০ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের awesindia.com এই ওয়েবসাইটে ফলো করতে বলা হয়েছে।
বি: দ্র: “ইন্টারনেট থেকে পাওয়া তথ্যকে ভিত্তি করে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখে নিন।”