







নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরেই বলিউডের আনাচে কানাচে তুমুল জল্পনা চলছিল এই বিয়ের। যদিও বহুবার নানান রকম ভাবেই কিন্তু বিচ্ছেদের গুঞ্জন সামনে এসেছে। তবে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে এবার সামনে এলো বলিউডের পাওয়ার কাপল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির বিয়ের ছবি। প্রসঙ্গত তারা কখনোই কিন্তু নিজেদের প্রেম ভালবাসার কথা প্রকাশ্যে আনেননি। তবে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের গুঞ্জন খুব একটা কিন্তু লুকিয়ে থাকে না।।
তাই বিয়ের তারিখ থেকে শুরু করে সবকিছুই সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে আমরা দেখতে পাচ্ছিলাম। বহু মানুষ অপেক্ষা করছিলেন তাদের বিয়ের ছবি। অবশেষে ভক্তদের সেই ইচ্ছেই পূরণ হয়েছে।জানিয়ে রাখি, ২০২১ সাল থেকে তাঁদের ডেটিং শুরু, তাঁদের প্রথম জুটিবদ্ধ ছবি ‘শেরশাহ’ থেকেই একে অপরকে মন দিয়েছেন। অন-স্ক্রিন জুটির পাশাপাশি কখন যে বাস্তবেও নিজেদের মন দিয়ে ফেলেছিলেন তা বোঝা দায়। এবার মন দেওয়া নেওয়া যে একেবারে সম্পূর্ণ সাত পাকে বাঁধা পড়ে গেল।




চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ক্রমাগত এই জুটির বিয়ে সম্পর্কিত নানান ধরনের খবরা খবর সামনে আসছিল।অবশেষে ৪ ফেব্রুয়ারি থেকে তাঁদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে বিবাহ আসর বসেছিল সিদ্ধার্থ-কিয়ারার। প্রায় কয়েক হাজার নিরাপত্তারক্ষীদের দ্বারা বেষ্ঠিত স্থানে তাঁদের বিয়ে হয়। ভিকি-ক্যাটরিনার বিবাহ পন্থা অবলম্বন করে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিড-কিয়ারা। মাত্র ১০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন তাদের বিয়েতে। অতিথিদের মধ্যে ছিলেন তারকা জুটির পরিবার, করণ জোহর, শাহিদ কাপুর এবং মীরা কাপুর, জুহি চাওলা,শ্বেতা আম্বানি এবং তার স্বামী,ডিজাইনার মণিশ মালহোত্রা-সহ একাধিক অতিথিরা।




বিয়ের খাবার থেকে শুরু করে সমস্ত আয়োজনেই ছিল রাজকীয় ছোঁয়ার স্বাদ।প্রায় ১০ টি দেশের ১০০ টি খাবার মেনু অতিথিদের জন্যে বরাদ্দ ছিল, এছাড়াও ছিল বিশেষ কার্নিভাল, বিভিন্ন স্টল, রাজস্থানি নাচ ইত্যাদি। সব মিলিয়ে বেশ জাঁকজমক সহকারেই সম্পন্ন হয়েছে এই জুটির বিয়ে।৭ ফেব্রুয়ারি বিকেল ৪ টে নাগাদ বিবাহ সম্পন্ন হয় সিড-কিয়ারার।কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক একাউন্ট থেকে বিয়ের ছবি শেয়ার করে নেন সিদ্ধার্থ এবং কিয়ারা। প্রতিটা ছবিতেই তাদের হাস্যজ্জল মুখ দেখে রীতিমতন আপ্লুত হয়ে পড়েছেন ভক্তরা।
ভাইরাল ছবিগুলিতে দেখা যাচ্ছে,কিয়ারার পরনে রয়েছে গোলাপি বর্ণের রাজকীয় লেহেঙ্গা-চোলি, এবং সিদ্ধার্থ সেজেছিলেন সাদা বর্ণের শেরওয়ানিতে। মাথায় পাগড়ি ছিল তাঁর। অন্যদিকে কিয়ারার মাথায় ওরনা এবং হাতে পাঞ্জাবী স্টাইলের চুরি ছিল। ছবিতে দেখা যাচ্ছে, একে অপরের দিকে অবাক পানে তাকিয়ে রয়েছেন তাঁরা। কখনও সিদ্ধার্থের গালে চুম্বন এঁকে দিচ্ছেন কিয়ারা আবার কখনও কিয়ারার গালে আলতোভাবে চুম্বন এঁকে দিচ্ছেন সিদ্ধার্থ। বিয়ের ছবিগুলো শেয়ার করে একটি ভীষণ সুন্দর ক্যাপশনও একে অপরকে উদ্দেশ্য করে লিখেছিলেন, এই জুটি। ক্যাপশনটি ছিল “এখন থেকে আমরা পারমেন্টলি একে অপরের জন্যে বন্দি হয়ে গেলাম। বাকি পথ চলতে আমাদের আশীর্বাদ করবেন।”
View this post on Instagram











