বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা পরিচিত হচ্ছি নিত্য নতুন অনেক বিষয়ের সাথে। অনেক অজানা ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে। বর্তমান যুগে একঘেয়ে জীবনে অবসর যাপনের অন্যতম মাধ্যম হল এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে থাকেন। নিত্য নতুন কতই না অজানা প্রতিভা বিকশিত হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে। অনেকেই এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছে তাঁদের সুপ্ত প্রতিভাকে সকলের সামনে মেলে ধরার জন্য। কাউকে দেখা যায় গান করতে, কাউকে নাচ আবার কেউ কেউ সুমধুর কন্ঠে আবৃত্তি শুনিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
আবার অনেকে নানান কসরৎ দেখিয়ে অভিভূত করে দেন নেটিজেনদের। সেইসব ভিডিও বা ফটো গুলো মূহুর্তের মধ্যে নেটিজেনদের মনের মণিকোঠায় জায়গা করে নেয়। এবার ঠিক এরকমই একটি সেলিব্রিটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেইসেলিব্রিটি দের জীবনযাপন সম্পর্কে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। সংবাদমাধ্যম গুলিও তাই নিরন্তর সেলেব দের খবর সংগ্রহ করতে সচেষ্ট থাকে।
সেলিব্রিটিরা যা’ই করুন না কেন তা নিমেষে জায়গা করে নেয় খবরের পাতায়। তাঁদের চলা ফেরা, স্টাইল, কথা বলা সহ নানান বিষয় গুলি প্রচারের লাইমলাইটে চলে আসে। সাধারণ মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হল সেলেবদের সম্পর্কে নিত্য নতুন কিছু জানা।
এক বিখ্যাত গায়িকার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় এই গায়িকা খালি গলায় গান গেয়ে মাত করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। ভারত বিখ্যাত গায়িকা এমনিতেই নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান রিলিজ করেছেন, প্রায়শই তিনি তার ভক্তদের জন্য বহুবার খালি গলায় গান গেয়েছেন । তাঁর জাদুতে বরাবরই তিনি মোহিত করে রাখেন আপামর দেশবাসীকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খালি গলায় ওই গায়িকা গেয়েছেন একটি কালজয়ী হিন্দি গান। গানটি হল, ১৯৮৩ সালের মাসুম সিনেমার বিখ্যাত গান ‘তুঝ সে নারাজ নেহি জিন্দেগি’। এখনো এই গানটি মানুষের মুখে মুখে ফেরে। এই গানটি খালি গলায় গেয়ে শ্রোতাদের মোহিত করে দিয়েছেন এই গায়িকা। গানটি গাওয়ার আগে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদন করেছেন যে, এই করোনা আবহের মধ্যে আমাদেরকে বেঁচে থাকার লড়াই করে যেতে হবে, এবং আমাদেরকে জীবনের প্রতিটি মুহূর্তকেও উপভোগ করতে হবে।
বিখ্যাত এই গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। এর আগেও তিনি ইউটিউব চ্যানেলে তার একটি গান ‘আপনি মাটি’ রিলিজ করেছেন। এই গানটিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
তাঁর কোকিল কন্ঠের সুর বরাবরই হৃদয় ছুঁয়েছে দেশবাসীর। লকডাউনে তিনি বারবার খালি গলায় গান উপহার দিয়েছেন তাঁর ভক্তদের জন্য । এবার খালি গলায় তাঁর এই গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক মিনিটের মধ্যেই এই গানটির ভিউ এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে।