বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা পরিচিত হচ্ছি নিত্য নতুন অনেক বিষয়ের সাথে। অনেক অজানা ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে। বর্তমান যুগে একঘেয়ে জীবনে অবসর যাপনের অন্যতম মাধ্যম হল এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে থাকেন। নিত্য নতুন কতই না অজানা প্রতিভা বিকশিত হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
অনেকেই এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছে তাঁদের সুপ্ত প্রতিভাকে সকলের সামনে মেলে ধরার জন্য। কাউকে দেখা যায় গান করতে, কাউকে নাচ আবার কেউ কেউ সুমধুর কন্ঠে আবৃত্তি শুনিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। আবার সেলিব্রিটিদের অনেকে নানান ফটো, ভিডিও দেখিয়ে অভিভূত করে দেন নেটিজেনদের। সেইসব ভিডিও বা ফটো গুলো মূহুর্তের মধ্যে নেটিজেনদের মনের মণিকোঠায় জায়গা করে নেয়।
সম্প্রতি এ রকমই একটি ভিডিও দেখা মিলল সোশ্যাল মিডিয়ায়। বিশিষ্ট সুরকার শান্তনু মৈত্রের সাথে লাইভে এসে গান গাইলেন বিখ্যাত ভারতীয় সংগীতশিল্পী। বর্তমানে তিনি দেশের বিখ্যাত এক প্লেব্যাক সিঙ্গার। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মোহিত হয়ে যায় তামাম জনগণ। বিখ্যাত হিট গান তাঁর গলায় গাওয়া। বলিউড থেকে শুরু করে টলিউড এবং অন্যান্য ক্ষেত্রেও অবাধ বিচরণ এই গায়িকার। তাঁর একটি গান স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়ে সাড়া ফেলে দিয়েছে।
এবার ইনস্টাগ্রাম লাইভে এসে ওই গায়িকা স্বাধীনতা দিবসের তাঁর মুক্তিপ্রাপ্ত গান নিয়ে কিছু কথা শেয়ার করলেন এবং তার সাথে যোগ দিলেন বিখ্যাত সুরকার শান্তনু মৈত্র। ওই গায়িকা জানিয়েছেন তিন দিনের মধ্যে গান লিখে এবং সুর দিয়ে তাঁর ওই গান রেকর্ড করা হয়। স্বাধীনতা দিবসের দিন তাঁর গান ‘মাটি’ মুক্তি পায় ইউটিউবে।বিখ্যাত এই গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। স্বাধীনতা দিবসের দিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে তাঁর গান ‘মাটি’ মুক্তি পায়।
দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি করতে যে সমস্ত বি-প্ল-বী-রা তাঁদের বীর রক্ত ঝরিয়েছেন’, তাঁদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে শ্রেয়া ঘোষাল এই গানে তাঁর অসাধারণ কন্ঠের জাদু দেখিয়েছেন। এই গানের সাথে থেকেছেন বিখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র।
সদানন্দ কিরকিরে তাঁকে সঙ্গত দিয়েছেন। এই গানটি হিন্দিতে প্রকাশিত হয়েছে। এমনিতেই লকডাউনে বন্দী থেকে শ্রেয়া ঘোষাল সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের জন্য একের পর এক গান উপহার দিয়েছেন। তিনি পুরানো গান শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য। তবে তাঁর এই মাটি গানটি লক্ষ লক্ষ দর্শকের মন জিতে নিয়েছে।
View this post on Instagram