নিজস্ব প্রতিবেদন :-আমাদের মধ্যে অনেকেই পড়াশোনার পাশাপাশি জীবনে সফল হওয়ার জন্য বেছে নিয়ে অভিনয় জগত কে বা গানের জগত কে। চলে নিরন্তন পরিশ্রম ।কিন্তু একজন অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়িকা হয়ে যাবার পরের জীবনটা কেমন হয় তা হয়তো আমাদের অনেকেরই অজানা । তবে সে অজানা তথ্য তুলে ধরেছে বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।





শ্রীলেখা মিত্র বাংলার অভিনয় জগতে এক উজ্জ্বল নক্ষত্র । তার সাথে সাথে বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠিত হওয়া জি বাংলা মিরাক্কেল এর বিচারক হিসেবে তাকে দেখা যেত। তবে সম্প্রতি এ বছরের মীরাক্কেলে তাকে বিচারক হিসেবে দেখা যাচ্ছে না । তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে কিছুদিন আগে তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি তুলে ধরেন তার জীবনের বেশ কিছু মুহূর্ত।
সম্ভবত আগামী কোন ছবির শুটিংয়ের জন্য একসাথে কাজ করছেন শিলাজিৎ এবং শ্রীলেখা মিত্র । সেই শুটিং স্পট থেকে তিনি একটি ভিডিও করেন এবং তুলে ধরেন তাদের অভিজ্ঞতা । নানান রকম কথোপকথন পুরনো স্মৃতিচারণ দিয়ে শুরু হয় তাদের এই যাত্রা । তারপরে তাদের আশেপাশে ছোটখাটো জুনিয়র আর্টিস্ট বা যারা নতুন মুখ তাদের সাথে পরিচয় করেন শ্রীলেখা মিত্র । এর পাশাপাশি আবার শ্রীলেখার সাথে শিলাজিতের এই নতুন ছবি নিয়ে বেশ অনেকটাই কৌতূহলে আছেন তার অনুগামীরা।





শ্রীলেখা মিত্র তুলে ধরেন যে অভিনয় জগতে এসে একজন অভিনেতা অভিনেত্রীর জীবন অতটাও সহজ হয়ে ওঠে না যতটা বাকি সবাই ভাবে । তাদের কেউ নানান বাধ্যবাধকতায় থাকতে হয় । নিজের খেয়াল-খুশি মতন সব কিছু করা যায় না । তবে আগামী কি ছবি আসতে চলেছে তা এখনো পর্যন্ত জানা যায় নি হয়তো জানা যাবে খুব শিগগিরই ।




