







নিজস্ব প্রতিবেদন: উপার্জনের জন্য প্রতিনিয়ত সাধারন মানুষ নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু এখন চাকরির বাজার আগের মতন খুব একটা ভালো নয় তাই সাধারণ মানুষ আগ্রহ প্রকাশ করেছেন ব্যবসার দিকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই একটা দারুণ ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই ব্যবসার আইডিয়াটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। নামমাত্র পুঁজিতে আজকের এই ব্যবসা আপনারা শুরু করতে পারবেন এবং ভবিষ্যতে এগোতে পারবেন।
ইনকিউবেটর মেশিনের ব্যবসা কিভাবে শুরু করবেন?
শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমরা কীসের ব্যবসার কথা বলতে চলেছি।আজ আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব ইনকিউবেটর মেশিন এর ব্যবসার কথা। প্রতিবেদনের মূল পর্বে যাওয়ার আগে জানিয়ে রাখি এই ইনকিউবেটর মেশিন কি? ইনকিউবেটর হলো এমন একটি মেশিন যার সাহায্যে খুব সহজেই হাঁস বা মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা যায়।




যাদের আগে থেকেই খামার রয়েছে এবং যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন নিশ্চিন্তে কিন্তু এই ইনকিউবেটর মেশিন বসিয়ে নিজেদের কাজ চালু করতে পারেন। খাদ্যদ্রব্য হিসেবে মাংস আর ডিমের চাহিদা ভারতীয় বাজারে কখনোই শেষ হবে না। বরং দিন প্রতিদিন এটা বেড়েই চলবে। সুতরাং একেবারে চোখ বুজে আপনারা এই ব্যবসার কাজ শুরু করতে পারেন।
ইনকিউবেটর মেশিনের মাধ্যমে উৎপাদিত পণ্য অর্থাৎ হাঁস বা মুরগি কিংবা ডিম সোজাসুজি নিজেদের দোকান থেকে অথবা সরাসরি লোকাল মার্কেটে সাপ্লাই দিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন।। তবে অবশ্যই এক্ষেত্রে আগে থেকে আপনাদের ব্যবস্থা করে রাখতে হবে যাতে পণ্য উৎপাদনের পর খুব দেরি না হয়ে যায়। এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন মেশিন কোথা থেকে কিনবেন সেই বিষয়ে!




এই ব্যবসা শুরু করতে হলে ইনকিউবেটর মেশিন প্রয়োজন। এই ইনকিউবেটর মেশিন আমাদের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা থেকে আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন।এখান থেকে মেশিন কিনলে আপনারা প্রশিক্ষণ এবং ইনস্টলেশন সহ বেশ কিছু সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। যদি আপনি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু ব্যবসার কাজ শুরু করতে আপনাদের খুবই সুবিধা হবে।
লাভের পরিমাণ:
এই ব্যবসার ক্ষেত্রে যে পণ্য আপনারা উৎপাদন করবেন সেগুলো তৈরি করতে মোটামুটি খরচ পড়বে ১০ থেকে ১২ টাকা। অথচ বাজারে এই পণ্যগুলো আপনারা ২৮ থেকে ৩০ টাকা দামের মধ্যে বিক্রি করতে পারবেন যা খুবই লাভজনক।




মেশিন কেনার ঠিকানা:
ইনকিউবেটর মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে চাইলে আর সময় নষ্ট না করে নিচের দেওয়া ঠিকানায় অথবা ফোন নম্বরে যোগাযোগ করে ফেলুন। বাকি সাহায্য এখান থেকেই পেয়ে যাবেন।
Hafiz bhai incubator.
Karimpur,nodia.
Contact – 9732151658/8609243046











