







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে অর্থ উপার্জনের জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম হলো চাকরি আর ব্যবসা। যেহেতু এখন চাকরির বাজার খুব একটা ভালো নয় তাই বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসা কেই নিজেদের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে একেবারে স্বল্প সময়ের মধ্যে আর অল্প খরচে শুরু করা যাবে এমন একটা দারুণ ব্যবসার আইডিয়া আপনাদের জানাবো।
তবে যে কোন ব্যবসা শুরু করার আগেই কিন্তু সেটা সম্পর্কে আপনাদের কাছে একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কারণ উপযুক্ত ধ্যান-ধারণা আর ব্যবসায়িক বুদ্ধি ছাড়া আপনারা কখনোই নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক। ভালো লাগলে এটা শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল।




আজ আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব গার্ডার তৈরির ব্যবসার কথা। গ্রাম বা শহর নির্বিশেষে সব জায়গাতেই কিন্তু আমাদের এই রবার ব্যান্ড বা গার্ডারের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। দৈনন্দিন জীবনে মহিলারাই সাধারণত এই জিনিস সবথেকে বেশি ব্যবহার করে থাকেন।
তবে বিভিন্ন দোকান বাজার থেকে শুরু করে কারখানা সহ অনেক জায়গাতেই কিন্তু প্যাকিংয়ের কাজের জন্য এই রবার বা গার্ডার প্রয়োজন হয়ে থাকে। আমাদের প্রত্যেক গৃহস্ত বাড়িতেও কোন জিনিস প্যাক করে রাখার ক্ষেত্রে অথবা মুড়িয়ে রাখার জন্য গার্ডার ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এই ব্যবসায় ঠিক কতটা চাহিদা রয়েছে তা আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন।




কি কি প্রয়োজন হবে?
সবথেকে বড় ব্যাপার হলো এই ব্যবসা কিন্তু একটা মাত্র মেশিন কিনেই একেবারে নামমাত্র পুঁজিতে আপনারা শুরু করে দিতে পারবেন আর বিশাল কোন জায়গারও প্রয়োজন হবে না। একটা হিসেব বলছে মেশিন আর ইলেকট্রিকের খরচ যদি এই ব্যবসার ক্ষেত্রে ধরা হয় তাহলে বিনিয়োগের তুলনায় প্রফিটের পরিমাণ দেখলে সকলেই অবাক হয়ে যাবেন। আজ আমরা পাঠক বন্ধুদের সাথে এই ব্যবসা শুরু করার জন্য একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের কোথাও তুলে ধরব যেখান থেকে রবার তৈরির মেশিন কিনলে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন।




পাশাপাশি মার্কেটিং সাপোর্টসহ আরো বেশ কিছু সুবিধা আপনাদের প্রদান করা হবে।। রবার তৈরীর কাঁচামাল ও কিন্তু আপনারা এই ইউনিট থেকেই পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম চিন্তা না করেই আপনারা এই ব্যবসার কাজ শুরু করতে পারেন। এবার সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা জেনে নেওয়া যাক যাতে ব্যবসার কাজ শুরু করতে কোন সমস্যা না হয়।
Indian machinery and engineering works
Kolkata, Sodepur,prajatantrapally.
Contact : 8597204256/8420746487/9748205909.











