







নিজস্ব প্রতিবেদন: আজকালকার যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু গাড়ির প্রয়োজনীয়তা কতখানি রয়েছে তা হয়তো আপনাদের আর আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। লকডাউন পরিস্থিতিতে যখন সমস্ত যানবাহন বন্ধ হয়ে গিয়েছিল তখন এই ব্যক্তিগত গাড়িগুলোই কিন্তু মানুষদের যাতায়াত করতে অথবা কোন প্রয়োজনীয় কাজ করতে সাহায্য করেছিল। কমবেশি প্রত্যেক বাড়িতেই কিন্তু আজকাল গাড়ির সুবন্দোবস্ত রয়েছে। তবে যে সমস্ত মানুষের কাছে নেই তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকের এই বিশেষ প্রতিবেদন।
বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা মানুষের কাছে গাড়ি বা যানবাহন না থাকার দুটোই প্রধান কারণ হতে পারে এক হল অনভিজ্ঞতা এবং দুই হল অর্থের সমস্যা। অনভিজ্ঞতা দূর করার জন্য আপনারা অনেক রাস্তায় পেয়ে যাবেন,আজ আমরা অর্থের সমস্যা দূর করার কথা বলব। দেশের বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির যার দাম তাতে সাধারণ মানুষের পক্ষে কিন্তু খরচ করে নতুন গাড়ি কেনা একেবারেই অসম্ভব বলা যায়।




সেই ক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি ঠিকানার কথা বলব যেখানে একেবারে জলের দামে বিভিন্ন দারুন মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা পেয়ে যাবেন। বিগত ব্যবহার হোক বা গাড়ি কিনে কোন ব্যবসা শুরু করার কাজেও কিন্তু আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।
পুরনো গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে যে সমস্যাটা সবথেকে বেশি থাকে সেটা হল কাগজপত্রের সমস্যা। এবার এখান থেকে গাড়ি কিনলে কিন্তু আপনাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে না একেবারেই। চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই শোরুম থেকে মোটামুটি আপনারা Swift desire ৩ লক্ষ ৯৯ হাজার টাকা, Wagner ৩ লক্ষ৭৫ হাজার টাকা,hundai i10 ২ লক্ষ ৪৯হাজার টাকা ,i20 ৪ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে বেশি এবং আরো কম দামের মধ্যে বিভিন্ন ধরনের গাড়ির সম্ভার। এখানে বেশিরভাগ গাড়ি কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশনে রয়েছে এবং ফার্স্ট ওনার। অর্থাৎ কোনরকম রিসেল করা হচ্ছে না। সুতরাং নিশ্চিন্তে আপনারা কোয়ালিটির উপর ভিত্তি করে এগুলো কিনতে পারেন।




শোরুমের ঠিকানা:
যদি আপনারা সম্প্রতি গাড়ি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আর একদম দেরি করে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পশ্চিমবঙ্গে কেন গোটা দেশের মধ্যেও আপনারা কিন্তু এই দামে গাড়ি পাবেন না। সুতরাং নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসুন শোরুমে। এই ধরনের আরো প্রতিবেদন সম্পর্কে জানতে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।
Showroom Name : Jaiswal car corner
Howrah, kolkata
Contact : 9330625562











