নিজস্ব প্রতিবেদন :-সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু ঘিরে বলিউডের চাঞ্চ-ল্যের খবর বেশ কিছুদিন ধরে শিরোনামের শীর্ষে । স্বজনপোষণ এবং মা-দ-ক যোগ নিয়ে উঠেছে প্রচুর প্রশ্ন । বয়ে গেছে তর্কবিতর্কের ঝড়। একের পর এক তারকাদের হয়েছে পর্দাফা-স । নাম জড়িয়েছে নিচতলা থেকে উচু তলার শ্রেণীর তারকাদের । দেশের নারকোটিস বিভাগ মা-দ-ক-চক্রের সাথে রিয়া চক্রবর্তীর সরাসরি থাকার দরুন তাকে গ্রে-ফ-তার করে এবং বিচারাধীন হেফাজতে রাখে । জেরা করার ফলে চাঞ্চ-ল্যকর ভাবে উঠে আসে বেশ কিছু তারকার নাম । কারা সেগুলো ? ।
ক্রমাগত জেরা করার ফলে রিয়া চক্রবর্তী ড্রা-গ-স চক্রের সাথে যুক্ত আরো বেশ কয়েকজন তারকার নাম উল্লেখ করেছেন। তার মধ্যে সারা আলি খান , শ্রদ্ধা কাপুর ও দীপিকা পাডুকোন ও রয়েছে । কাজেই এই তিনজনকে NCB পক্ষ থেকে সমন পাঠানো হয়। এই খবর প্রকাশে আসতেই শুরু হয় ব্যাপক চা-ঞ্চ-ল্য নেট দুনিয়া জুড়ে। দীপিকার অনুগামীরা রীতিমতো দীপিকাকে সমর্থন করে জারি রেখেছে ক্যাম্পেন। অনেকে আবার গলা ফাটাচ্ছেন ।কিন্তু আসলে সত্যতা বিচার নিয়ে এনসিবির এরূপ সমন পাঠিয়েছে বলে জানা যায়।
এবার সেই দীপিকার হয়ে সুর ছড়ালেন তার স্বামীর অর্থাৎ রানবির সিং এর স্টাইলিশ নিতাশা গৌরব । তিনি টুইট করে জানান যে যেসব সাধু, বাবারা সারাদিন ছিলিম টানেন যাদের সকলে পুজো করে তাদের ব্যাপারে মানুষের কি মত? হোলিতে ভাঙের ব্যাপারে কি বলবে? যারা কুম্ভ মেলায় গিয়েছেন তারা জানেন সেখানে কিভাবে গাঁ-জা খাওয়া হয়। আমি ভুল বললে ঠিক করে দেবেন, বেনারসে সরকারি ভাঙের দোকান নেই? সেটা গাঁ-জা নয়?তার মানে সেসব ঠিক আছে? ওদের কবে গ্রে-ফ-তার করা হবে?’।
প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার সকাল ১০ টায় এনসিবির অফিসে হাজির হয় দীপিকা পাডুকোন । আগামী ছবির শুটিংয়ের জন্য এর আগে তিনি গোয়াতে ছিলেন অনন্যা পান্ডে সাথে । স্বামী রণবীর সিং তার নিজস্ব বিমানে গিয়ে তাকে নিয়ে আসে মুম্বাই।জানা গিয়েছে, NCBর সমন পেতেই তিনজন আইনজীবী সহ ১২ জনের লিগাল টিমের সঙ্গে আলোচনায় বসেন দীপিকা। এই ভিডিও কনফারেন্সছ যোগ দেন স্বামী রণবীর সিংও। বৈঠকের পরেই গোয়া গিয়ে দীপিকাকে নিয়ে মুম্বই ফেরেন তিনি। স্ত্রীর অ্যাংজাইটি থাকার দরুন জেরা করার সময় উপস্থিত থাকার আর্জি জানায় এনসিবির কাছে। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় এনসিবি।