




নিজস্ব সংবাদদাতা: সোশাল মিডিয়া বর্তমানে একটি বিশাল বড় প্ল্যাটফর্ম। কোনো রকম খবর,শিল্প কর্ম, ইন্টারভিউ, সাহিত্য সব কিছুই অতি সহজেই পৌঁছে যায় দুনিয়াভর দর্শকের কাছে।
এই করোনা আবহে দেশভর লকডাউন দেওয়ার পর ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে অনেকেই অনেকরকম ভিডিও প্রকাশ করেছেন। পিছিয়ে নেই শিল্পীরাও। তারা তাদের গান, কবিতা যেমন তারা প্রকাশ করছেন, তেমনি নেটিজেনদের কাছে সাড়াও পাচ্ছেন।





এবার নিজের সুরেলা গলায় গান প্রকাশ করলেন অঙ্কিতা ভট্টাচার্য। অঙ্কিতা বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবর ডাঙ্গা এলাকায়। নামটি চেনা চেনা লাগছে আপনার?
হ্যাঁ, ঠিক ধরেছেন। অঙ্কিতা ভট্টাচার্য জি বাংলা সা রে গা মা 2019 সালের চ্যাম্পিয়ন, যার দিনের শুরু হয় রেওয়াজ দিয়ে রাত শেষ হয় গায়িকা হবার স্বপ্নে।
অঙ্কিতার অনেক গানের ভিডিও আপলোড করা আছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানেই তিনি নিজের শিল্প, নিজের গান প্রকাশ করেন তার অনুগামীদের জন্যে। কোনোরকম বাদ্য যন্ত্র ছাড়াই গান গেয়ে তিনি ভাইরাল। ইতিমধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে। সকলেই প্রশংসা করছেন অঙ্কিতার গানের, এবং অপেক্ষা করে আছেন আগামী ভিডিওর জন্য।





https://www.instagram.com/p/CF4z4hLF20x/?utm_source=ig_web_copy_link