প্রণয়া পাঠক-কোরোনা আবহ,লকডাউন,বলিউডের বিশিষ্ট অভিনেতার মৃ-ত্যুরহস্য,মা-দ-ক কান্ডে গ্রে-ফ-তা-রি এইসবকিছুর মধ্যেও সালমানের খানের নতুন দু’টি ছবি মুক্তি পেতে চলেছে।সেই দুটি ছবির একটি রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই,আরেকটি হলো টাইগার থ্রি।যতদূর শোনা যাচ্ছে বলিউডের সবচেয়ে বেশি বাজেটের ছবি হতে চলেছে টাইগার থ্রি।
এর আগে টাইগার জিন্দা হে আর এক থা টাইগার এই দু’টি ছবিতে সালমান খানের সাথে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে।এবারে টাইগার থ্রি সিনেমাতেও ক্যাটরিনা কাইফকেই দেখা যাবে সালমান খানের সাথে।টাইগার ফ্র্যাঞ্চাইজের এটি তৃতীয় ছবি।এই ছবির বলিউডের সবচেয়ে বেশি বাজেট ছবি হতে চলেছে।যতদূর জানা গেছে এই ছবির বাজেট হতে চলেছে 200 থেকে 250 কোটি টাকা।
ছবি ও শুটিং নিয়ে কথা বার্তা শুরু হয়ে গেছে বলেই জানা গেছে।চলতি বছরের শেষের দিকেই শুটিং হওয়ার কথা।তবে তারিখটি এখনও স্পষ্টভাবে জানা যায়নি।অন্যদিকে আসতে চলেছে বিগবস সিজন 14।এই সিজন 14 শুটিংও শুরু হয়ে গেছে।বিগবসের নতুন প্রোমোটি সকলের সামনে এসেছে বেশ কিছুদিন আগেই।প্রোমোতে সালমান খানকে কোথাও পপকর্ণ খেতে দেখে গেছে আবার কোথাও ঘর মোছা সহ নানান কাজে করতে দেখা গেছে।এই শোয়ের শুটিং জঙ্গলে হতে চলেছে।
তবে কোরোনা আবহে শুটিং হচ্ছে বলে কোরোনা মোকাবিলার ব্যবস্থাও থাকবে।তবে এই শো বয়কট নিয়েও বেশ শোরগোল শুরু হয়েছিল নেট দুনিয়ায়।হ্যাসট্যাটের মাধ্যমে শো বয়কটের ঝড় উঠেছিল।যাতে ভ-য় পেয়েছিলেন শোয়ের পরিচালকও।সালমান খানকে বাদ দেওয়ার দাবীও তোলা হয়েছিল নেট দুনিয়ায়।তাই জন্যই শোয়ের সম্প্রচারেরর কাজ আপাততঃ বন্ধ করা হয়েছে।
যতোই বিরোধিতা হোক,তবুও জানা যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা টাইগার থ্রিও আসতে চলেছে।শুটিংয়ের কাজও শুরু হয়ে যাবে নির্দিষ্ট সময়ে।এই ছবির জন্য সালমান খানের পারিশ্রমিকের পরিমানও কম নয়।তিনি এই ছবির জন্য 100 কোটি টাকা পারিশ্রমিক নেবেন বলে জানা গেছে।তবে ক্যাটরিনা কাইফের পারিশ্রমিকের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।