




নিজস্ব প্রতিবেদন:-সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু ঘিরে বলিউডের উত্তপ্ত পরিবেশ। গত ১৪ ই জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজস্ব ফ্ল্যাটে ঝু-ল-ন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তারপরে তাকে ঘিরে চলতে থাকে ঘোর জল্পনা। এক দলের বক্তব্য এটি পরিকল্পিত খু-ন ।আবার অন্য দলের বক্তব্য এটি নিছকই একটা আ-ত্মহ-ত্যা। তার পাশাপাশি স্বজনপোষণ এবং মাদক যোগের কথা উঠে এসেছে ।





তবে সিবিআই তদন্তের খাতিরে ফরেনসিক ডিপার্টমেন্টের ডাক্তার সুদীর গুপ্তা জানিয়েছেন এটি নিছক একটি আত্মহত্যা। এই ঘটনা আর আলাদা কোন চক্রান্ত নেই ।বএমনকি সুশান্তের শরীরে কোনো আঘাতের দাগ মেলেনি। এটি একটি আত্মহত্যা ন, খুন নয় । কিন্তু এই তথ্য সামনে আসার পর সৃষ্টি হয়েছে প্রতিবাদের ঝড় ।
সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বান্ধবী কে দেশের নারকোটিস বিভাগ গ্রে-প্তা-র করেছে ইতি মধ্যে ড্রা-গ-স কানেকশন এর সঙ্গে সরাসরি যুক্ত থাকার দরুন । আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস রাস্তায় নেমেছিলেন কংগ্রেস । বাঙালি মেয়ে রিয়ার মুক্তির দাবিতে রাস্তায় কিছুদিন আগে বিক্ষো-ভ করেন কংগ্রেসের কর্মীরা ।





কিন্তু এই রিপোর্ট সামনে আশাতে তারা যেন আরও তাদের প্রতিবাদের শক্তি যোগান পেলো । সম্প্রতি রিয়া চক্রবর্তী মুক্তির দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি ট্যুইট করে লেখেন যে কোন রকম হেনস্থা করা ছাড়া অবিলম্বে রিয়া চক্রবর্তী মুক্তি দেয়া হোক ।
এর পাশাপাশি অভিনেত্রী স্বরা ভাস্কর তার এই দাবিকে কে সমর্থন জানিয়েছিল এবং তার এই টুইট কে সমর্থন জানিয়ে তিনি রি-টুইট করেছেন ও একই সঙ্গে রিয়া চক্রবর্তীর অবিলম্বে মুক্তি দাবি তুলেছে । যদিও এখনও রিয়ার মুক্তির প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেনি সিবিআই । তবুও এই রিপোর্ট তাদের দাবি কে কোথাও যেন আরও জোরালো করছে ।





Well done sir! 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 #ReleaseRheaChakraborty https://t.co/a5J7IbQgZM
— Swara Bhasker (@ReallySwara) October 4, 2020