প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় গতকাল NCB গ্রেফতার করেছে তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ৷ আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রিয়াকে থাকার নির্দেশ দিয়েছেন আদালত ৷ হঠাৎই রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার খবরে গর্জে উঠল বলিউড ৷
বিদ্যা বালান,অভয় দেওল, ফারহান আখতার, অনুরাগ কাশ্যপ, সোনম কাপুর, দিয়া মির্জা ,নেহা ধুপিয়া কে নেই সেই তালিকায়!! সকলেই সমর্থন করেছেন রিয়াকে ৷#justiceforRhea ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ রিয়া যখন NCB দফতরে পৌঁছোলেন তখন তাঁর পরিহিত কালো একটি টি-শার্ট ৷
তাতে লেখা, ‘গোলাপের রং লাল, ভায়োলেটের রং নীলে, এসো ধ্বংস করি পুরুষতন্ত্রকে,তুমি আর আমি মিলে ৷’সকলেই যখন গলা ফাটাচ্ছেন, নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এ লিখছেন রিয়ার ন্যায় বিচার চাই “Justice for Rhea”, তার টি-শার্টের লেখাটিই শেয়ার হচ্ছে বহুল ভাবে।