







নিজস্ব প্রতিবেদন: ফর্সা আর উজ্জ্বল ত্বক প্রত্যেক মানুষেরই কাম্য। যার জন্য প্রতিনিয়ত আমরা নানান ধরনের ক্রিম বা লোশান ব্যবহার করে নিজেদের সুন্দর করে তুলে ধরার চেষ্টা করে থাকি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেড হোয়াইটহেড তুলে ফেলার টোটকা সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই পদ্ধতিতে খুব বিশেষ খরচ কিন্তু আপনাকে করতে হবে না। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।
বাড়িতে বসে ব্ল্যাকহেড /হোয়াইটহেড তোলার উপায়:
১) ব্ল্যাকহেড তোলার জন্য আপনারা বাড়িতে থাকার টেপ ব্যবহার করতে পারেন। সাধারণত বইয়ের মলাট দেওয়ার কাজে যে টেপ গুলি ব্যবহার করা হয় সেগুলি নাকের উপরের অংশে লাগিয়ে কিছুক্ষণ পর জোরে টেনে খুলে নিতে হবে। এতে এই অংশে কোনরকম তৈলাক্ত কিছু থাকলে তা ওই ব্ল্যাকহেডের মাধ্যমে উঠে আসবে।




এবারে চাইলে আপনারা একটি চুলের ক্লিপ ব্যবহার করতে পারেন। চুলে ব্যবহার করার জন্য কালো রংয়ের যে সরু ক্লিপ গুলি হয়ে থাকে ওগুলোর পেছনের অংশ দিয়ে হালকা করে প্রেস করতে থাকুন। দেখবেন খুব সহজেই ময়লা উঠে আসছে। সবশেষে ব্ল্যাকহেড তোলার জন্য এক ধরনের টুলস পাওয়া যায়, যে কোন কসমেটিকসের দোকানে আপনারা এই টূলস আশি থেকে নব্বই টাকার মধ্যে কিনতে পেয়ে যাবেন। এই টুলস ব্যবহার করে সহজেই আপনারা বাড়িতে বসে ওই ব্ল্যাকহেড তুলতে পারবেন।
২)সেই প্রাচীনকাল থেকে শুষ্ক ত্বক এবং মুখে কোনও প্রকার সংক্রমণ হলেই তার অনবদ্য চিকিৎসা হিসেবে মধুর ব্যবহার হয়ে আসছে। রূপচর্চায় মধুর ভূমিকা অনস্বীকার্য। মধু ত্বককে আর্দ্র ও কোমল রাখে। ফলে শুষ্ক ও মৃত কোষের মাধ্যমে ত্বকের রন্ধ্রগুলি বন্ধ হয়ে গিয়ে ব্ল্যাকহেডস হওয়ার কোনওরকম আশঙ্কাও থাকে না।




ব্ল্যাকহেডস সমস্যার প্রতিকারের পাশাপাশি মধু দিয়ে স্ক্রাবিং করে ব্ল্যাকহেডস গুলি তুলে নিতেও পারেন। স্ক্রাবিং করার জন্য একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ মধু নিয়ে তাতে কটন বল ডুবিয়ে যে সমস্ত জায়গায় ব্ল্যাকহেডস রয়েছে সেখানে আলতো করে চাপ দিতে থাকুন।। দেখবেন কয়েক দিন ব্যবহার করার পরেই ধীরে ধীরে সমস্ত ব্ল্যাকহেডস চলে যাবে।
৩) ব্ল্যাকহেডস তোলার জন্য গ্রিন টি দিয়ে তৈরি ফেসপ্যাক অত্যন্ত কার্যকরী।দুটি টি ব্যাগের সমান চা পাতা গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর চা পাতাগুলি অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান। এবার ব্ল্যাকহেডসের ওপর ফেস প্যাকটি লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট মতো অপেক্ষা করার পর মুখ ধুয়ে ফেলুন।




৪) ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডের সমস্যা দূর করার জন্য আপনারা কিন্তু লেবুর রস ও ব্যবহার করতে পারেন।মধু আর লেবুর রস ভালোভাবে মেশান। এবার ব্ল্যাকহেডসের ওপর মিশ্রণটি লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট মতো অপেক্ষা করার পর মুখ ধুয়ে ফেলুন। বেশ কয়েকদিন পরপর এটি ব্যবহার করলেই কিন্তু আপনি ব্ল্যাকহেডস এর সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।
৫) বাড়িতে বসে ব্ল্যাক হেডস তোলার জন্য আমরা সবশেষে আলোচনা করব বেকিং সোডার কথা। বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। এবার ব্ল্যাকহেডসের ওপর পেস্টটি লাগিয়ে নিন। পেস্টটি শুকিয়ে যাওয়ার পর, ত্বকের ওই অংশে হালকা হাতে ৫ মিনিট মতো ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই মিশ্রণ যদি আপনারা ত্বকে ব্যবহার করেন তাহলে কখনোই আর আপনার ত্বকে ব্ল্যাকহেডস বা হোয়াইট হেডের মতন সমস্যা দেখা দেবে না।











