নিজস্ব প্রতিবেদন :-যখন বিভিন্ন কোম্পানি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একের পর এক কোম্পানির সাথে রিব্র্যান্ড হচ্ছে ঠিক তখনই গোটা বাজারে দাপিয়ে বেড়াচ্ছে রিলায়েন্স জিও। বলাবাহুল্য রিলায়েন্স জিও ফোনের বাজারে শীর্ষে থেকেছে বহুকাল থেকে ।রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য এনেছে একের পর এক লোভনীয় অফার ।কিন্তু রিলায়েন্স জিও কে টে-ক্কা দিতে অন্যান্য কোম্পানি গু-লো বাজারে এনেছে নিত্য নতুন অফার তবুও কোথাও যেন এই প্রতিযোগিতায় বারবার জিতে যায় রিলায়েন্স জিও ।
এবার আবারো সেই প্রতিযোগিতায় জিততে চলেছে জিও । সম্প্রতি একটি রিপোর্টে তথ্য অনুযায়ী জানা যায় যে চলতি বছরের মধ্যেই রিলায়েন্স জিও বাজারে আনতে চলেছে অতি কম দামে অত্যাধুনিক স্মার্টফোন খবরটি আজগুবি মনে হলেও বাস্তবে কিন্তু সত্যি । Reliance Jio, Google এর সাথে হাত মিলিয়ে ডিসেম্বরে স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে। যদিও ফোনগুলির দাম বা স্পেসিফিকেশন কিছু জানা যায়নি।
ইতিমধ্যে বাজারে জিও ফোন এবং জিও ফোন 2 এসে গেছে এবার সেই জিও ফোনের আপডেট ভার্সন আসতে চলেছে যা একটি স্মার্টফোন এমনটাই সূত্রের খবর ।ঠিক কত হতে পারে এই স্মার্টফোনের দাম ? তথ্য অনুযায়ী জানা গেছে এই স্মার্টফোনের দাম ৫৮ ডলারের কাছাকাছি অর্থাৎ যা ভারতীয় টাকায় ৩৯৭৩ বা ৪০০০ হাজারের কাছাকাছি । খুব কম দামে পাওয়া এই অত্যাধুনিক স্মার্টফোনে থাকবে গুগোল এর অপারেটিং সিস্টেম তার সাথে থাকবে অত্যাধুনিক নতুন সব ফিচার ।
এই প্রসঙ্গে রিলায়েন্স জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি জানান যে, অতি অত্যাধুনিক স্মার্টফোন স্বল্প দামে বাজারে এনে ভারতকে 2G মুক্ত করতে তাই এর আগে মাত্র ১৫০০ টাকাতে এসেছে জিও ফোন যা 4G সুবিধা যুক্ত। তাছাড়া এইসব ফোনগুলি সমস্ত মেড ইন ইন্ডিয়া হবে । যার ফলে ভারতবর্ষ এর কোম্পানিগুলির লাভ হবে । ফলে বেশ কিছুটা উন্নতশীল হয়ে উঠতে পারে। ইতিমধ্যে তারা বিভিন্ন মোবাইল তৈরির কোম্পানির সাথে কথা বলেছে এবং দু বছরের মধ্যে কুড়ি কোটি মোবাইল তৈরির পরিকল্পনা তারা নিয়েছে । চলতি বছরের ডিসেম্বরে আসতে পারে এই নতুন মোবাইল টি ।