যতদিন যাচ্ছে বাংলা ছবি এক আলাদা দাবি রাখছে সমস্ত দর্শকদের কাছে ।প্রসার ঘটেছে বাংলার ইন্ডাস্ট্রির তবে এর কারিগর হিসেবে শুধু যে পরিচালক রা আছেন তা কিন্তু একেবারে নয় । এতে অবদান অনেকটাই বাংলার বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর । বলাবাহুল্য বিশেষ করে অভিনেত্রীদের লাস্যময়ী রূপ এর সৌন্দর্য তে রীতিমতো পাগল হয়ে থাকে দর্শকরা ।
আর অভিনেত্রীর কথা বললে সোহিনী সরকারের নাম না বললেই নয়। টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী রীতিমতো তোলপাড় করেছে দর্শকমহলে একাংশ ।একের পর এক বাংলা ছবির মাধ্যমে মন জিতে নিয়েছেন তিনি ।নতুন-পুরনো প্রায় সব রকম চরিত্রে মানানসই সোহিনী চক্রবর্তী ।
সেই সোহিনী চক্রবর্তী পুজোর আগে @আনন্দলোক” ম্যাগাজিনের ফটোশুট সেরে ফেললেন । ফটোশুটের মাঝে করা ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।সোহিনীর এই ফটোশুটের ভিডিও করেছেন বিপ্রদীপ চক্রবর্তী। বিহাইন্ড দ্য লেন্সে রয়েছেন ফ্যাশন ফটোগ্রাফার শিলাদিত্য দত্ত।
মেক আপ অভিজিৎ পালের। আর গোটা স্টাইলিং করেছেন সৌম্য। লাল রঙের পোশাক ও লাল লিপস্টিক পড়া বোল্ড অবতারে থাকা সোহিনী চক্রবর্তী থেকে চোখ সরাতে পারছেন না তরুণ প্রজন্ম ।
তার ইনস্টাগ্রাম এ শেয়ার করা ভিডিও ভালো লেগেছে মধুমিতার, কমেন্ট করে জানিয়েছেন তিনি ।তার সাথে অসংখ্য ভক্তদের কমেন্ট রয়েছে ।রয়েছে লাইক শেয়ার ।তবে বেশকিছু অনুরাগীদের কমেন্ট যা বাকি সবার থেকে আলাদা করে রেখেছে। ফেসবুকে এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ছে।
অনুরাগীরা এক কথায় ‘পাগল’। একজন লিখেছেন, “তুমি কি আমায় বাঁচতে দেবে না, মরে গেলে ভাল লাগবে?”। জনৈক এক অনুরাগী আরও একধাপ এগিয়ে লিখেছেন, “বার্ন ওয়ার্ডে ভর্তি, এসে দেখে যাও।” এর উত্তর এখনো দেয়নি অভিনেত্রী ।