জরুরী ভিত্তিতে বিভিন্ন সুযোগ সুবিধাসহ এই কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ, বিস্তারিত জানতে চোখ রাখুন লিংকে

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে যা পরিস্থিতি তাতে সরকারি অথবা বেসরকারি চাকরিতে খুব একটা নিয়োগ নেই বলাই চলে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের কাজের সুযোগ নিয়ে হাজির হয়েছি। যারা সম্প্রতি কাজের খোঁজে রয়েছেন তারা নিশ্চিন্তে আমাদের প্রতিবেদনটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন।

চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক। সম্প্রতি ভারতের বৃহত্তম ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্টে ( Flipkart) প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের সুযোগ চলে এসেছে। বিশেষ কোন ঝামেলা ছাড়াই কিন্তু এই নিয়োগের কাজ চলছে। আপনারা হয়তো এই নিয়ে বেশ কিছু প্রতিবেদন ইতিমধ্যেই দেখেছেন তবে এই প্রতিবেদনের সমস্ত তথ্য কিন্তু বিস্তারিতভাবে পেয়ে যাবেন।

কাজের লোকেশন:

হাওড়া জেলার কয়েকটি জায়গা এই লোকেশনের মধ্যে রয়েছে। যাতে রয়েছে বীরশিবপুর এবং সাঁকরাইল।

কাজের বিবরণ:

এখানে আপনাকে প্যাকিং পিকিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং স্ক্যানিং প্রভৃতি কাজে অংশগ্রহণ করতে হবে। অষ্টম শ্রেণী থেকে যারা গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন তারা সহজেই এখানে আবেদন করতে পারবেন। ডেটা এন্ট্রির কাজের জন্য অ্যাডভান্স এক্সেল আর কম্পিউটারের বেসিক নলেজ ভালো ভাবে থাকতে হবে।

কারা আবেদন করতে পারবে?

ছেলে-মেয়ে নির্বিশেষে দুজনেই এই কাজের জন্য আবেদন করতে পারবেন তবে একটা নির্দিষ্ট বয়সসীমা রয়েছে কোম্পানির শর্তা অনুসারে।

বেতনের পরিমাণ:

যে কোন কাজে যোগদান করার আগে আপনাদের বেতন সম্পর্কেও একটা ধারণা থাকা দরকার। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এর জন্য স্যালারি 8905 NTH+উপস্থিতি বোনাস 500+ leave incashment 630+ Night bonus 120( 13-15 night = 13*120= 1560/15*120=1800)+PF + ESI.
Total 8905+500+630+1800=11,835.

কাজের সময় এবং থাকা খাওয়া:

এখানে কাজের সময় থাকছে ৯ ঘন্টা এবং তিনটি শিফটে কাজ হবে। থাকা আর খাওয়ার ব্যবস্থা কোম্পানির তরফ থেকেই করে দেওয়া হবে। থাকার জন্য ঘরের মালিকের নম্বর দিয়ে দেওয়া হবে। আর ডিউটি চলাকালীন মিল এবং টিফিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

কিভাবে যোগাযোগ করবেন?

যারা সরাসরি কাজটি করতে চান তারা অবশ্যই এই নম্বরে ফোন করে কথা বলে নিতে পারেন এবং সাথে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটাও দেখে নিতে ভুলবেন না। তাহলে মোটামুটি সমস্ত বিস্তারিত তথ্যই আপনারা পেয়ে যাবেন।

Contact: 7450800530

Leave a Comment