কোনরকম ইন্টারভিউ ছাড়াই এই কোম্পানিতে শুরু হয়েছে জেলাভিত্তিক শূন্যপদে নিয়োগ, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু একটি দীর্ঘস্থায়ী কর্মসংস্থানের প্রয়োজনীয়তা রয়েছে। কখনোই একটা ভালো কর্মসংস্থান ছাড়া কিন্তু জীবন যাপন করা সম্ভব নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত কোম্পানিতে কাজের খোঁজ। যারা সম্প্রতি কাজের আশায় দিনানিপাত করছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি নজরে রাখতে পারেন। তাহলে আসুন আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক। আজ আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নেব TATA SALT কোম্পানির কথা। সম্প্রতি এই কোম্পানির তরফ থেকে শূন্যপদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্য পদের সংখ্যা এবং কাজের লোকেশন:

জানা যাচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে ১৮৯টি। কাজের লোকেশন থাকছে ধুলাগড়, উলুবেরিয়া, নৈহাটি, বর্ধমান, ব্যান্ডেল, শ্রীরামপুর, মধ্যমগ্রাম এবং বারুইপুর।

শিক্ষাগত যোগ্যতা:

এই কাজের জন্য কিন্তু খুব একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রার্থীকে মোটামুটি অষ্টম শ্রেণী পাস হতে হবে।

কাজের ভূমিকা এবং বেতন:

এখানে কাজ বলতে আপনাকে প্যাকিং, পিকিং এবং ম্যানুফ্যাকচারিং আর স্ক্যানিংয়ের কাজে অংশগ্রহণ করতে হবে। আপনাদের বেতন থাকছে ১২২১০ টাকা থেকে ১৯,৩৪০ টাকা পর্যন্ত। কাজের সময় থাকছে আপনাদের নয় ঘন্টা যার মধ্যে এক ঘন্টার ব্রেক টাইম আপনারা পেয়ে যাবেন দৈনন্দিন। আপনারা ২৬ দিন কাজ করতে পারেন ছুটির দিনগুলো আরো রবিবার ছাড়া। যদি সম্পূর্ণ কাজ করেন তাহলে কিন্তু ১৯২০ টাকা ইনসেন্টিভ পেয়ে যাবেন। যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনাকে থাকা আর খাওয়ার সুবিধা ও প্রদান করা হবে।

বয়স সীমা:

ছেলেদের ক্ষেত্রে এই কাজের জন্য আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। মেয়েদের জন্য বয়স সীমা থাকছে ১৮ থেকে ৩৫ বছর।

কিভাবে আবেদন করবেন?

এখানে আবেদন করার জন্য আপনাদের ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার কার্ড এবং দুই কপি ফটো। বিস্তারিত জানতে অথবা আবেদন করতে আগ্রহী থাকলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন।
Contact : 7450800531.

Leave a Comment