নিজস্ব সংবাদদাতা : টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী যুবানের জন্মের কয়েকদিন এই পৃথিবী ছেড়ে চলে যান। করোনায় আক্রা-ন্ত হয়েই মৃ-ত্যু হয় পরিচালকের বাবার। সেই সময়েই কোভিডে আ-ক্রা-ন্ত হয়ে পড়েন রাজ চক্রবর্তীও। তবে তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ ছিলেন।





পিতার মৃ-ত্যু-র কয়েকদিন পর রাজ-শুভশ্রীর কোল আলো করে পৃথিবীতে হাজির হয় যুবান। জন্ম থেকে বাংলার পেজ থ্রি রীতিমতো সরগরম হয়ে আছে ‘পাওয়ার কাপল’ পরিবারের খুদে সদস্য যুবানে র জন্য।
এর আগে কখনও বাবা, কখনও মা, আবার কখনও দিদা বা মাসির কোলে চড়ার ছবি ভাইরাল হয়। রবিবার ছুটির সকালে বাবা রাজ চক্রবর্তী কোলে চড়িয়ে গল্প শুনিয়েছেন – এমন ছবিও দেখা গিয়েছে। ইতিমধ্যেই তাকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশ পড়া শুরু হয়ে গেছে। তৈরি হয়েছে যুবানের নামে একটি ফ্যান ক্লাব।





তবে এবার প্রকাশ্যে নতুন ছবি। সেই ছবিতে ঠাকুমার কোলে আদর খেতে দেখা যাচ্ছে ‘রাজ-পুত্র’ যুবানকে। উঁচুতলা বাড়ির জানালার সামনে বসে আছেন ঠাম্মা, এবং ঠাম্মা কোলে নিয়েছেন নাতিকে। এই ছবি টুইটারে পোস্ট করে রাজ চক্রবর্তী জানান, মায়ের কোলে যুবানকে দেখে হিংসে হচ্ছে।যদিও এই হিংসার অভিযোগ পুরোটাই মজার ছলে, কিন্তু দুই ভিন্ন প্রজন্মের দুজনের একত্রে তোলা এই মিষ্টি ছবিটি দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে।
https://www.facebook.com/SubhashreeGangulyFanClubHowrah/posts/2785057825047183




