




নিজস্ব প্রতিবেদন :-রচনা ব্যানার্জি নামটি বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। তার সাথে সাথে দিদি নম্বর ওয়ান সঞ্চালিকা হিসেবেও পরিচিতি আছে তার। একের পর এক হিট বাংলা ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই গ্ল্যামার কুইন । তবে তাকে আর খুব বেশী বড় পর্দায় দেখা যায় না । এর পাশাপাশি তিনি জি বাংলায় অনুষ্ঠিত হওয়া দিদি নাম্বার ওয়ান এর বহু বছর ধরে একজন জনপ্রিয় সঞ্চালক । তার জীবনে একটি বিশেষ দিন যা কিনা আরো বিশেষভাবে স্মরণীয় করে রাখলেন তিনি।





বয়সের গণ্ডি বাড়লেও শরীরে এখনো অব্দি বয়স থাবা বসাতে পারেনি । এমনকি থাবা বসাতে পারেনি যৌবনও । কাজেই এই বয়সেও নিমিষে টেক্কা দিতে পারে বহু অভিনেত্রী কে। গত ২ রা অক্টোবর এই রচনা ব্যানার্জি পা দিলেন ৪৬ বছর বয়সে । উদযাপন করলেন তাঁর আনন্দের ৪৬ । সাথে ছিলেন তার কাছের বান্ধবী এবং টলিপাড়ার কিছু বান্ধবী।
মেরুন শাড়ি কনট্রাস্ট সবুজ কালারের ব্লাউজ এবং মাথায় গেন্দা ফুলের মালা নিয়ে রীতিমতো চামেলি রূপে ধরা দিলেন বাংলা অভিনেত্রী। তিনি তার জন্মদিনে কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে । জন্মদিনে অভিনেত্রীর জন্য হাজির ছিল বিশেষ কেক। জন্মদিনের পার্টিতে অভিনেত্রী কনিনীকা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, শ্রেয়া পান্ডে সহ রচনার টলিপাড়ার কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন ।





ছবিগুলি সে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন । ছবিগুলি শেয়ার করে রচনা লিখেছেন, ”মজাদার রাত, তোমরা সকলেই এটাকে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা করে তুললে। জীবন একটাই তাই প্রতি মুহূর্ত উপভোগ করা উচিত।” তাঁর জন্মদিনের পার্টির থিম যে ‘চামেলি’ ছিল, সেটাও উল্লেখ করতে ভোলেননি রচনা । তার ছেলের সাথেও একটি বিশেষ ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ।




