একদম অল্প খরচে চটজলদি ঘুরে আসুন চাকলা লোকনাথ ধাম, কিভাবে যাবেন এবং পুজো দেবেন! রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: ভ্রমণ পিপাসু বাঙালি কিন্তু একটু ছুটি বা সুযোগ পেলেই বাইরে কোথাও ঘুরে আসতে পছন্দ করে থাকেন। তবে আর্থিক সমস্যার কারণে বহু মানুষ এমন রয়েছেন যারা খুব বেশিদূর যেতে পারেন না। আজ আমরা একেবারে স্বল্প খরচে একটি খুব সুন্দর ভ্রমণ কেন্দ্র তথা তীর্থস্থানের কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যার নাম কমবেশি আপনারা সকলেই শুনেছেন।

শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা বলব চাকলা লোকনাথ মন্দিরের কথা। দীর্ঘ সময় ধরেই বাবা লোকনাথের ভক্তদের কাছে এই ধাম একটি অত্যন্ত প্রিয় জায়গা হিসেবে বিবেচিত। এখানকার মনোরম পরিবেশ এবং সৌন্দর্য আপনাকে সহজেই মুগ্ধ করবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শেয়ার করে নেব এই লোকনাথ বাবার ধাম যাওয়ার জন্য সম্পূর্ণ বিস্তারিত তথ্য। কখন এবং কিভাবে যাবেন? কোথায় পূজো দেবেন! সবকিছুই এই প্রতিবেদনে থাকবে।

কিভাবে যাবেন?

চাকলা লোকনাথ মন্দির যাওয়ার জন্য শিয়ালদা থেকে আপনাকে গুমা ষ্টেশনে নামতে হবে। ভাড়া 10 টাকা এবং সময় লাগবে এক ঘন্টা। শিয়ালদহ থেকে রয়েছে বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল সহ আরো বেশ কয়েকটি ট্রেন। লোকনাথ বাবার ধামে যেতে চাইলে একেবারে সকালের দিকে ট্রেনগুলোই কিন্তু বেস্ট হবে। গুমা স্টেশনে নেমে অটো অথবা টোটো করে ১২ কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে হবে। রিজার্ভ করে গেলে দেড়শ টাকা এবং সেটা ছাড়া গেলে মাত্র ৩০ টাকায় কিন্তু আপনারা বাবার ধামে পৌঁছে যেতে পারবেন।।

কি কি দেখবেন?

মন্দিরে ঢোকার ঠিক বাঁদিকেই আপনারা পেয়ে যাবেন জুতো রাখিবার জায়গা যেখানে ২ টাকা আপনাকে দিতে হবে।ধামে প্রবেশ করার পরে যে দৃশ্যের আপনারা সম্মুখীন হবেন তা এক কথায় ভীষণ মনমুগ্ধকর। জন্মাষ্টমী এবং বাবার তিরোধান দিবসে যদি আপনারা এখানে যেতে পারেন তাহলে তো কথাই নেই। এখানে আপনারা পাশাপাশি দুটো মন্দির দেখতে পারবেন।

সাড়ে বারোটা নাগাদ এখানে পুজো শুরু হবে। বাবা লোকনাথের মন্দিরের সামনেই আপনারা যজ্ঞ স্থান দেখতে পারবেন যেখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে।৩১ শে আগষ্ট ১৭২৩ সালে বাংলার চাকলার বুকে জন্ম নিয়েছিলেন বাবা লোকনাথ। যদিও তার জন্মস্থান নিয়ে একটু বিতর্ক রয়েছে। নাট মন্দিরের থাম দেখে এখানে মুগ্ধ হতে হয়। এত সুন্দর আর নিখুঁত কারুকার্য যে কোন মানুষেরই মন জয় করে নেবে।

কোথায় থাকবেন?

যদি আপনি কোন দূরবর্তী স্থান থেকে এখানে এসে থাকেন সে ক্ষেত্রে খুব সহজেই গেস্ট হাউসে রুম ভাড়া করে থাকতে পারবেন। এক রাতের জন্য এখানে ভাড়া নেওয়া হবে ৩০০ টাকা।

কোথায় প্রসাদ গ্রহণ করবেন?

মন্দিরের প্রবেশ পথেই আপনারা কুপন কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে দুই ধরনের কুপন আপনারা সংগ্রহ করে নিতে পারেন। ৩০ টাকায় এখানে আপনারা পেয়ে যাবেন খিচুড়ি ভোগ এবং ৭০ টাকায় আপনারা পেয়ে যাবেন রাজভোগ। ভোগ গ্রহণ করতে চাইলে অবশ্যই কিন্তু মন্দিরে প্রবেশের সময়তেই কুপন সংগ্রহ করে নিতে ভুলবেন না।

কিভাবে পুজো দেবেন? মন্দিরের ঠিক পেছনের অংশেই রয়েছে একটি বড়সড় বাজার। যেখান থেকে ডালা সহ আপনারা অন্যান্য জিনিস সহজেই পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। আবার চাইলে আপনারা কিন্তু এগুলো বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন যাতে কোন অসুবিধা না হয়। তাহলে আর দেরি কেন শীতের মরসুম থাকতে থাকতেই মিঠে রোদ গায়ে মেখে একবার ঘুরে চলে আসুন শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম।।।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/Z4_nLhTymxA

Leave a Comment