নিজস্ব সংবাদদাতা: রেনবো জেলির মাধ্যমে ফের আসতে চলেছেন পরিচালক সৌকর্য ঘোষাল।এবার রিলিজ হতে চলেছে সৌকর্য ঘোষালের তৃতীয় ছবি ‘রক্তরহস্য’। এরমধ্যেই ভাইরাল হয়ে গেছে ‘রক্তরহস্য’-এর ট্রেলার। ট্রেলার আশার পরেই সর্বত্র গুঞ্জন শুরু হয়ে গেছে নেট জগতে। সবাই মুখিয়ে আছে ‘রক্তরহস্য’ মুক্তির অপেক্ষায়।





একদম টানটান থ্রিলার জেনারের এই সিনেমা।রেয়ার ব্লাড গ্রুপ এবং একটি ছেলের হারিয়ে যাওয়া নিয়ে তৈরী হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। রক্তরহস্য তে কোয়েল মল্লিক রয়েছেন মুখ্য ভূমিকায়, চরিত্রের নাম স্বর্ণজা। তিনি রেডিও জকি।
সোশ্যাল সার্ভিস করতে করতেই স্বর্ণজা জড়িয়ে পড়ে থ্রিলারের ঘটনাচক্রে। এই ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী,চন্দন রায় স্যানাল,ঋতব্রত মুখোপাধ্যায়,শান্তিলাল মুখোপাধ্যায়,বাসবদত্তা চট্টোপাধ্যায়,জয়রাজ ভট্টাচার্য। ২০১৯এর ১৫ই নভেম্বরে ছবির শুটিং চালু হয়। পরে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বাকি থেকে যায় পোস্ট প্রোডাকশন এর কাজ।





মিউজিক ডিরেক্টর নবারুণ বোস ও দেবদীপ মুখাপাধ্যায় ইতিমধ্যেই তাদের নিপুণ কাজের নিদর্শন দিয়েছেন। ছবির চিত্রনাট্য কোয়েল শোনার পর অভিনেত্রী নিজেই পাঠিয়েছিলেন প্রযোজক নিসপালের কাছে।
নিসপাল সিং -এর প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘রক্তরহস্য’ ২১শে অক্টোবর মুক্তি পাচ্ছে। তবে খবর অনুযায়ী সৌকর্য ও নিসপাল সেলিব্রেশন পার্টি রাখছেন না। কিছুদিন আগেই নিসপাল সিং, কোয়েল দুজনেই পরিবার সহ করোনায় আ-ক্রা-ন্ত হন। তাঁরা বর্তমানে সুস্থ , কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হয়েছে তাদের।




