ভারত-চীন সম্পর্কের প্রকোপ এবার pubg এর উপরও। কয়েকমাস আগে জনপ্রিয় অ্যাপ টিকটকের পর ভারতের যুবকদের থেকে তাদের প্রাণ ভোমরা কেড়ে নিল কেন্দ্রীয় সরকার।১১৮টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করে চীনের সাথে ডিজিটাল স্ট্রাইক শুরু করেছে ভারত। এর মধ্যেই রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় pubg।
Pubg বন্ধ হওয়ায় কেউ হাসির খোরাক পেয়েছেন, তো কেউ আবার অভিনেতা অক্ষয় কুমারের FAU-G গেমটির সমালোচনা করতে ব্যাস্ত।তবে সব থেকে মজার বিষয় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। যেখানে সাতজন বন্ধু একযোগে PUBG-র অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করছেন। নিষিদ্ধ হওয়ায় নিজেদের কাছের গেমকে বিদায় জানানোর এই অভিনব ঘটনা সোশ্যাল মিডিয়ায় হাসি-কান্নার রোল তুলেছে।
‘উইনার উইনার চিকেন ডিনার’ রবে মুখরিত করে চারজন একটি খাটে PUBG পোস্টারে মালা পরিয়ে সেটিকে নিয়ে যাচ্ছেন অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করতে। এরপর তারা স্মরণসভার আয়োজনও করেন।
কেবল মজার জন্যই কন্টেন্ট তৈরি করতে এই ভিডিও বানানো, যার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই বলে আশা করা যায়,যদিও কোথায় এই ভিডিও তৈরি হয়েছে সেই সম্পর্কিত তথ্য জানা যায়নি।