নিজস্ব প্রতিবেদন:-লকডাউনে কার্যত গৃহবন্দি আমরা প্রত্যেকে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মনোরঞ্জন করে চলেছে সবথেকে বেশি যেটি সেটি হল সোশ্যাল মিডিয়া । হয়তো সোশ্যাল মিডিয়া আছে বলেই এখনো অবধি এক ঘেয়েমি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারিনি । বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিভিন্ন জিনিস । আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ সম্প্রদায় মানুষরা উঠে আসে শিরোনামের শীর্ষে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিভিন্ন সময়ে নিজের ট্যালেন্ট সবার সামনে তুলে ধরেছেন বিভিন্ন মানুষ। মুহূর্তে ভাইরাল হয়েছে সেসব ভিডিও ।নজর কেড়েছে নেটিজেনদের। সেরকমই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় এক তরুণীর ।
বেশ কিছুদিন আগে রতন কাহার এর বড়লোকের বিটি লো গানটি কে নতুন মোড়কে এনেছিল বাদশা । সেখানে অনেকে নাচের ভিডিও করে রীতিমতো কাঁপিয়েছিলো নেটদুনিয়া । একের পর এক তরুনীর নাচের ভিডিও দিনের-পর-দিন ভাইরাল হতে থাকে । বাংলার অভিনেত্রী মোনামি র নাচের ভিডিও রীতিমতো সাড়া ফেলেছিল ইন্টারনেট দুনিয়ায় । ইনস্টাগ্রাম ফেসবুক এমন কোনও সোশ্যাল প্ল্যাটফর্ম নেই সেখানে তাঁর এই ভিডিও দেখা যেত না । কিন্তু সম্প্রতি কমেছে সেই প্রবণতা । এসেছে অন্য গানের ঝোঁক ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও বলাবাহুল্য বেলি ডান্স এর ভিডিও ভাইরাল হয়। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা হিন্দি গানের কে কেন্দ্র করে নাচের ভিডিও আমাদের সামনে এনেছে। নিমিষে ভাইরাল হয়েছিল সেসব ভিডিও ।কিন্তু এবারের বেলি ডান্স যেন এক আলাদা চমক দিল নেটিজেনদের ।মুহূর্তের মধ্যে তাদের দৃষ্টি আ-ক-র্ষ-ণ করলো । সম্প্রতি পোস্ট করা ভিডিওটি ইনস্টাগ্রামে একটি পেজ থেকে আপলোড করা হয় । দুদিনের মধ্যে তার ভিউ সংখ্যা ছাড়াই দু লক্ষ ।
পোস্ট করা ভিডিও থেকে যেটুকু তথ্য পাওয়া গেছে তা দিয়ে জানা যায় ওই তরুণী নাম রুবিনা সাহিনী। এর বেশি কিছু ত-থ্য পাওয়া যায়নি ওই মেয়েটির সম্বন্ধে ।তবে ইতিমধ্যে শিরোনামের শীর্ষে তিনি। ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এমন কোন প্লাটফর্মে যেখানে দেখা যাচ্ছে না এই তরুনিকে। অনুগামীরা আগ্রহ প্রকাশ করেছেন এই তরুণী সম্বন্ধে বিস্তারিত জানতে ।