বাড়ির ছাদে বা উঠোনে এইভাবে লাগান পেয়ারা গাছ, অল্পদিনেই ছোট্ট গাছে আসবে প্রচুর পেয়ারা

নিজস্ব প্রতিবেদন: পেয়ারা হল এমন একটি ফল যা খেতে কম বেশি অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন। খুব সহজেই বাজার থেকে পেয়ারা কিনে খাওয়া যেতে পারে। তবে যারা বাগান প্রেমী মানুষ রয়েছেন তারা কিন্তু বাড়িতেই এই সমস্ত ফল চাষ করে খেতে পছন্দ করেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই আমরা পেয়ারা চাষের একটি ইউনিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নেব। মোটামুটি বাড়িতে চারা গাছ লাগিয়ে কিন্তু আপনারা খুব সহজেই প্রতিস্থাপন করে পেয়ারা চাষ করতে পারেন। তবে একটু ভালোভাবে বিচার করে দেখলে বুঝতে পারবেন আমাদের আজকের এই বিশেষ পদ্ধতিটাও কিন্তু বিশেষ কার্যকরী। চলুন তাহলে সময় নষ্ট না করে এই পদ্ধতিটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

পেয়ারা চাষ করার বিশেষ পদ্ধতি:

প্রথমেই আপনাকে একটা পরিণত পেয়ারা গাছ দেখে নিতে হবে। তারপর এর পাতা কিছুটা ছেঁটে দুটো মোটা ডালে হালকা ছাল ছাড়িয়ে নিন। এবার আপনাকে প্রয়োগ করতে হবে গ্রাফটিং পদ্ধতি। একটা আপেল নিয়ে আপনাদের এবার এই ছাল ছাড়ানো অংশের হালকা করে বেশ কিছুক্ষণ ঘষে নিতে হবে ‌। এটি রুটিং হরমোন হিসেবে গাছে কাজ করতে চলেছে। আপেল দিয়ে জায়গাটা ঘষে নেওয়ার পর এবার আপনাদের নিয়ে নিতে হবে একটা তরমুজ। তরমুজটাকে কেটে ভেতরের লাল অংশটা আপনাদের আলাদা করতে হবে। কিছুটা পরিমাণ মাটি নিয়ে তরমুজের লাল অংশটার সাথে ভালোভাবে মিশিয়ে নিন এবং তরমুজের খোলার মধ্যে দুদিকে অনেকটা পুর ভরার মতন করে চেপে ফেলুন।।

এবার এই তরমুজের খোলাটাকে নিয়ে দুদিক থেকে গাছের যে অংশের ছাল আপনারা ছুলে আপেল লাগিয়েছিলেন সেখানে চিটিয়ে দেবেন।। খুব সাবধানে কাজটি করবেন এবং খেয়াল রাখবেন যাতে এই তরমুজের খোলা গাছের ওই ডাল থেকে বেরিয়ে না আসে। চারপাশে আপনাদের সুন্দরভাবে মাটির প্রলেপ দিয়ে দিতে হবে এর জন্য। পেয়ারা গাছের জন্য যে কোন মাটি ব্যবহার করা যেতে পারে তবে এক্ষেত্রে আপনারা মাটির সাথে কিছুটা পরিমাণ ভার্মিং কম্পোস্ট বা গোবর সার অবশ্যই নেবেন।

এবার ‌ একটা প্লাস্টিকের কভার দিয়ে আপনাদের এই গ্রাফটিং করা জায়গাটা ঢেকে রাখতে হবে এবং বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ওখান থেকে শিকড় বেরিয়ে গিয়েছে তখন এই গাছটাকে অন্য জায়গায় প্রতিস্থাপনের ব্যবস্থা করবেন। তার জন্য মাটি প্রস্তুত করে ধীরে সুস্থে ডালটা কেটে নিয়ে এসে রোপন করে দিন। আলো ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং পরিমাণমতো খাবার আর জল দেবেন। ব্যাস তাহলেই কিন্তু পরবর্তী কয়েক দিনের মধ্যে চারা গাছ ধীরে বড় হতে শুরু করবে এবং আপনাদের পেয়ারার বাম্পার ফলন দেবে। এই বিশেষ পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল।

Leave a Comment