




নিজস্ব প্রতিবেদন:-ভারত বনাম পাকিস্তান কথাটা বহুদিন থেকে পরিচিত আমরা । ক্রিকেট ম্যাচ হোক বা যুদ্ধক্ষেত্র এই নামটার সাথে আমরা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি । তবে বেশিরভাগ ভারত-পাকিস্তান বললে সীমান্তের কথাই মনে পড়ে । আর সীমান্ত যখন মনে পড়ে তখন যুদ্ধের কথা। এই যুদ্ধের কথা মাঝে মাঝে খবর সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যায় । দুই দেশের জওয়ানদের মধ্যে এলোপাতাড়ি গু-লি চালানোর ঘটনা তে প্রাণ হারান মাঝেমধ্যেই ভারতীয় জাওয়ান বা পাকিস্তানি রা ।





ফের আরও একবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ফলে দুই দেশের মধ্যে চলতে থাকে এলোপাথাড়ি গুলি । এবং সেই গুলিতে প্রাণ হারান ২ ভারতীয় জওয়ান । স্কাল পুঞ্জ জেলার কৃষ্ণা সেক্টর এ আচমকাই পাকিস্তানিরা এলোপাথাড়ি গুলি চালায় ভারতীয় সেনাদের ঘাঁটি কে উদ্দেশ্য করে। এর ফলে প্রাণ হারান এক ভারতীয় সেনা ।
আরেকদিকে, এখন খবর আসছে যে পাকিস্তানের তরফ থেকে কুপওয়ারার নওগাঁম সেক্টরে ফায়ারিং করা হয়। পাকিস্তানের ফায়ারিংয়ে দুই ভারতীয় জওয়ান প্রাণ হারান আর চার জওয়ান গুরুতর আহত হন। তবে থেমে থাকেনি ভারতীয় জওয়ান রাও রীতিমতো লাগাতার জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনারা ।





বারবার পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতীয় সেনাদের ঘাঁটির উপর আ-ক্র-মণ চালিয়েছে এর আগেও । চালাচ্ছে এখনো । দেশে এখন এরকম পরিস্থিতি এরূপ অবস্থায় দেশকে আরো বি-প-দে ফেলে দিতে তারা মরিয়া । বৃহস্পতিবার সকালে পুঞ্ছ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে এলোপাথাড়ি গুলি চালানো হয়।
এই ফায়ারিংয়ে ল্যান্স নায়েক করনেল সিং প্রাণ হারান। আর এক জওয়ান আহতও হন। আহত রাইফেলম্যান বিরেন্দ্র সিংয়ের চোখে গুরুতর আঘাত লেগেছে। আহত জওয়ানকে রাজৌরির আর্মি হাসপাতালে ভরতি করানো হয়েছে।বারবার ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের এভাবে সক্রিয় হওয়াকে মোটেও ভালো চোখে দেখছে না ভারতীয় সেনারা । যদিও মিলছে জবাব। তবুও এই মুহূর্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাই ভারতীয় সেনারা ।





Jammu and Kashmir: Two soldiers died, four injured after Pakistan initiated an unprovoked ceasefire violation along LoC in Nowgam Sector, Kupwara this morning. Indian Army is retaliating.
— ANI (@ANI) October 1, 2020