




নিজস্ব প্রতিবেদন:-সোশ্যাল মিডিয়াতে গান গেয়ে ভাইরাল হওয়া রানু মন্ডল এ কথা আমরা প্রত্যেকে জানি। রানাঘাটের স্টেশন চত্বরে লতা মঙ্গেশকরের গাওয়া “এক পেয়ার কা নাগমা হে” গান গেয়ে রাতারাতি পৌঁছে গিয়েছিলেন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। মুহূর্তের মধ্যেই পাল্টে গিয়েছিল তার জীবন । লক্ষ্য লক্ষ্য দর্শকের ভালোবাসায় আর আশীর্বাদে তিনি হয়ে উঠেছিলেন এক জনপ্রিয় গায়িকা। এর পাশাপাশি তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বাই এ । সেখানে হিমেশ এর সঙ্গে গিয়েছিলেন একটি গান।





কিন্তু সম্প্রতি সে রানু মন্ডল কে আর তেমনভাবে দেখা যায়না দেখা যায়না সোশ্যাল মিডিয়াতে । অনেকের মতে খুব অল্প পরিমাণে নাম যশ খ্যাতি অর্জন করাতে অতিরিক্ত পরিমাণে অহংকার হয়ে গিয়েছিল রানু মন্ডল এর । এর পাশাপাশি অনুগামীদের প্রতি তিক্ততা ডেকে এনেছে তার পতন । তবে আপনাদের সামনে এই মুহূর্তে যে ঘটনাটি বলতে চলেছি তা রীতিমত অবাক করবে আপনাদেরকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছোট পোশাকে উ-ন্মু-ক্ত বক্ষ যুগলের দেখা যাচ্ছে রানু মন্ডল কে। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। যদিও ওই ভিডিওটি একটি এডিট করা ভিডিও । কারণ ওই ভিডিওতে দেখানো রানু মন্ডল এর মুখের সাথে বাকি চেহারার কোনো মিল নেই।





সম্প্রতি বাজারে ফেস অ্যাপ বলে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রমরমিয়ে চলছে। সেই অ্যাপের মাধ্যমে যে কোন ব্যক্তি বা মানুষের মুখ অন্য কোন একটি ব্যক্তি বা মানুষের মুখের সঙ্গে হুবহু ভাবে লাগিয়ে দেওয়া যায় । এর ফলে স্বাভাবিক ভাবে মনে হতেই পারে যে সেই স্থানে রয়েছে সেই মানুষ । ঠিক এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে রানু মন্ডল এর ছবি বিভিন্ন ভাবে ব্যবহার করেছে ওই ভিডিওতে । যাকে ঘিরে শুরু হয়েছে শোরগোল। অনেকে আবার এটি কে ট্রোল হিসেবেও নিয়েছেন।