নিজস্ব প্রতিবেদন :-বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। যাকে অনেকে বলিউডের কিং খান বলে থাকে। সেই শাহরুখ কন্যা সুহানা খান কে আমরা সকলেই চিনি । বাবার নাম ভাঙ্গিয়ে নয় বরং নিজের দক্ষতা সাহায্যে সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নিয়েছেন লক্ষ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ দর্শকের মনে । তবে তিনি তার দর্শক অনুগামীদের প্রতি যথেষ্ট সচেতন। কারণ তার অনুগামীদের জন্য মাঝে মধ্যে শেয়ার করে থাকেন বিভিন্ন লুকের ছবি বা ভিডিও । সম্প্রতি সেরকম একটি ঘটনা আরো একবার ।





বেশ কিছুদিন আগে শাহরুখ কন্যা সুহানা সরব হয়েছিল বর্ণবিদ্বেষ নিয়ে বর্ণবিদ্বেষ নিয়ে। তিনি বলেছেন যে তাকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তাকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে শুনতে হয়েছিল কালো কালা ডাইনি, কালো বিড়াল ইত্যাদি। কিন্তু এবার সময় এসেছে মানসিকতা পরিবর্তন করার। সেলিব্রিটি হোক কিংবা সাধারণ মানুষ বর্ণবিদ্বেষ নিয়ে কাউকে কখনো কটাক্ষ করা উচিত নয় । এই মন্তব্য করার পর শুরু হয়েছিল বিতর্ক।
নেটিজেনদের একাংশ এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেন বর্ণবিদ্বেষের ধারণা বাড়ি থেকে শুরু করা উচিত। কারণ তার নিজের বাবা নিজের বাবা ফর্সা হবার ক্রিম এর বিজ্ঞাপন দেন বিজ্ঞাপন দেন বিজ্ঞাপন দেন ক্রিম এর বিজ্ঞাপন দেন বিজ্ঞাপন দেন এর বিজ্ঞাপন দেন। । যদিও তার পর থেকে এই ঘটনা থেকে এই ঘটনা ঘটনা নিয়ে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখকন্যা থেকে ।





করোনা মরশুমে এখনই বাড়ির বাইরে যেতে পারছেন না সুহানা। তাই বাড়িতে বসেই চলছে মেকআপ নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা এবং সঙ্গে পাল্লা দিয়ে ফটোশুট। সম্প্রতি সুহানার ফ্যানপেজের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে সুহানাকে দেখা গিয়েছে সুন্দর ভাবে সেজেগুজে ছবি তুলতে। দুই চোখের আইশ্যাডোতে হালকা গোলাপি ও ব্রাউনের ছোঁয়া।
ঠোঁটে দিয়েছেন গ্লসি ন্যুড লিপস্টিকের সেড।এমনই সুন্দর মেকআপে ধরা দিয়েছিলেন শাহরুখ কন্যা। এর পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালো রঙের টপ আর আকাশী রঙের শর্টস পরিহিত ছবি শেয়ার করলেন। তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। সুহানার ওই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর ভাক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বলাবাহুল্য এক প্রকার আনন্দে আত্মহারা তার ভক্তরা ।





https://www.instagram.com/p/CGAaVb0nXXw/?utm_source=ig_web_copy_link